ক্রিকেটক্রিকেটখেলাধূলাসর্বশেষ নিউজ
জয় দিয়ে বছর শুরু টাইগারদের
ক্রীড়া প্রতিবেদক, নিউজরুমবিডি.কম: জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ালটন টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ৪ উইকেটের জয় দিয়ে বছর শুরু করলেন টাইগাররা।
আজ শুক্রবার খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে চার ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে জয় তুলে নিয়ে ১-০ তে এগিয়ে থাকলো মাশরাফিবাহিনী।
১৬৪ রানের লক্ষ্যে খেলতে নেমে সাব্বির, মুশফিক, সাকিবের ব্যাটিং দৃঢ়তায় ৮ বল বাকি থাকতেই ৬ উইকেট হারিয়ে জয় লাভ করে বাংলাদেশ দল।
শুরুতে তামিম ও সৌম্য ভালো সূচনা করলেও ইনিংস বেশি দূর এগিয়ে নিতে পারেননি। সৌম্য ৭ রান করে দূর্ভাগ্যবশত রান আউট হয়ে ফিরে যান। তামিম সংগ্রহ করেন ২৪ বলে ২৯ রান। তবে টি-টোয়েন্টিতে অভিষেক হওয়া শুভাগত হোম ভালো করতে পারেননি; আউট হয়েছেন মাত্র ৬ রানে। দর্শকদের সবচেয়ে বেশি আনন্দ দিয়েছেন সাব্বির। ৩৬ বলে ৪টি চার ও এক ছক্কায় ৪৬ রানের ইনিংস খেলেন তিনি।
খেলার এক পর্যায়ে সাব্বির ও মুশফিক (২৬) দ্রুত ফিরে গেলে ম্যাচ অনেকটাই কঠিন হয়ে যায় বাংলাদেশের। তখন মাহমুদুল্লাহ ছক্কা মেরে জয়ের আশা জাগালেও পরের বলেই আউট হয়ে যান তিনি। তবে সব চাপকে জয় করে বাংলাদেশকে জয়ের বন্দরে পৌঁছে দেন সাকিব আল হাসান। ১৩ বলে দুটি চারের মারে তিনি করেন ২০ রান।
শুরুতে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন জিম্বাবুয়ের অধিনায়ক এল্টন চিগুম্বুরা। ব্যাটিং এ নেমেই তান্ডব চালান জিম্বাবুইয়ান উদ্বোধনী দুই ব্যাটসম্যান। সিবান্দা (৪৬) ও মাসাকাদজা মিলে ৭২ বলে ১০১ রানের বড় জুটি গড়েন। ৫৩ বলে ৯টি চার ও দুটি ছক্কার সাহায্যে ৭৯ রানের চমৎকার এক ইনিংস খেলেন মাসাকাদজা।
আজকের ম্যাচেও জাদু দেখান তরুণ পেসার মুস্তাফিজুর রহমান। পর পর দুই বলে দুটি বোল্ড করেন ক্রিকেটের এ নতুন বিস্ময়। ইনিংসের শেষ ওভারে আরেক পেসার আল-আমিন হোসেনও নেন ২ উইকেট। নির্ধারিত ২০ ওভারে জিম্বাবুয়ে ৭ উইকেট হারিয়ে সংগ্রহ করে ১৬৩ রান।
ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন জিম্বাবুয়ে দলের হ্যামিলটন মাসাকাদজা।
বাংলাদেশ দল: তামিম ইকবাল, সৌম্য সরকার, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, সাব্বির রহমান, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), মাশরাফি বিন মুর্তজা, আল-আমিন হোসেন, মুস্তাফিজুর রহমান ও শুভাগত হোম।
জিম্বাবুয়ের দল: ভুসি সিবান্দা, হ্যামিল্টন মাসাকাদজা, শন উইলিয়ামস, পিটার মুর, সিকান্দার রাজা, ম্যালকম ওয়ালার, এল্টন চিগুম্বুরা, ব্রায়ান ভেট্টরি, ওয়েলিংটন মাসাকাদজা, লুক জংউই ও গ্রায়েম ক্রেমার।