ক্যাম্পাসজাতীয়বাংলাদেশসর্বশেষ নিউজ

শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি থাকবে ৬ আগস্ট পর্যন্ত

নিজস্ব প্রতিবেদক: দেশের করোনা পরিস্থিতি বিবেচনা করে সকল শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি বাড়ানো হয়েছে। সোমবার (১৫ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের জানান, আগামী ৬ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে এ ছুটি।

জানা যায়, সোমবার শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মধ্যে অনুষ্ঠিত বৈঠকে আলোচনার মাধ্যমে ছুটি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আকরাম আল হোসেন জানান, দেশে করোনা পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে। দিন দিন করোনা রোগীর সংখ্যা বাড়ছে। তাই করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ৬ আগস্ট পর্যন্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রসঙ্গত, গত ১৭ মার্চ থেকে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। কয়েক দফা ছুটি বাড়ানোর পর আজ তা শেষ হচ্ছে। ছুটি শেষ হওয়ার আগেই শিক্ষা মন্ত্রণালয় থেকে আবারও ৬ আগস্ট পর্যন্ত ছুটি বাড়ানো হলো।

Tags

Related Articles

Close