সর্বশেষ নিউজ
শিক্ষক নিয়োগ পরীক্ষায় গাজীপুরে বহিস্কৃত ৪জন, কারাদন্ডে দন্ডিত ১
নিউজরুমবিডি.কম : সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাক-প্রাথমিক শিক্ষার জন্য সৃষ্ট সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষায় গাজীপুরে শুক্রবার বিকেলে একজনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৪ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
শুক্রবার গাজীপুুরসহ দেশের ১৭টি জেলায় ওই পরীক্ষা অনুষ্ঠিত হয়।
কারাদণ্ডপ্রাপ্ত পরীক্ষার্থীর নাম জহিরুল ইসলাম। সরকারি কর্মচারি কর্তৃক যথাযথভাবে জারিকৃত আদেশ অমান্যকরণ-এর শাস্তিস্বরূপ দণ্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারা অনুযায়ী গাজীপুর সদর উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া রহমান ওই পরীক্ষার্থীকে এ দণ্ডদেশ দেন। দন্ডপ্রাপ্ত জহিরুল ইসলাম গাজীপুরের চান্দনা হাইস্কুল এন্ড কলেজ কেন্দ্রের পরীক্ষার্থী ছিলেন।
গাজীপুর জেলা প্রশাসনের মিডিয়া সেলের সহকারি কমিশনার ও গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সত্যজিত রায় দাস জানান, জেলায় ১৯টি কেন্দ্রে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১১ হাজার ৯৪৮। এর মধ্যে উপস্থিত ছিলেন ৮ হাজার ৬৮২ জন এবং বহিষ্কার হয়েছেন ৪ জন। বহিষ্কৃতদের মধ্যে একজনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।