ক্যাম্পাসজাতীয়বাংলাদেশসর্বশেষ নিউজ
করোনায় ক্ষতিগ্রস্ত ঢাবির অসচ্ছল শিক্ষার্থীদের পাশে দাঁড়ালো ‘গড়াই’
নিজস্ব প্রতিবেদক, নিউজরুমবিডি: করোনা পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অসচ্ছল শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত কুষ্টিয়া জেলার শিক্ষার্থীদের ছাত্রকল্যাণ সংগঠন ‘গড়াই’।
আজ বৃহস্পতিবার অর্থনৈতিক ভাবে অসচ্ছল ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত কুষ্টিয়া জেলার শিক্ষার্থীদের পরিবারের জন্য ‘গড়াই’ এর উপহার সরূপ খাদ্য দ্রব্য বাড়ি বাড়ি পৌঁছে দিয়েছে সংগঠনটির নেতৃবৃন্দ।
জানা যায় প্রতি পরিবারের জন্য ১০ কেজি চাল, ২.৫ কেজি আটা, ২ কেজি তেল, ১০ পিস ডিম, ১ কেজি ডাল, ১ কেজি মরিচ, ১ পিস সাবান, ১ কেজি লবন, ৩ কেজি আলু, বেগুন, মিষ্টি কুমড়া, টমেটো, ঢেড়শ সহ প্রায় ২৪ কেজির খাদ্য দ্রব্য সামগ্রীর উপহার পাঠিয়েছে সংগঠনটি।
পরবর্তী ধাপে আবেদনের প্রেক্ষিতে আরও শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন সংগঠনটির সভাপতি মো: বজলুর রহমান। তিনি আরও জানান- ‘১৬ এপ্রিল সংগঠনের অসচ্ছল শিক্ষার্থীদের কাছে আবেদন চেয়ে বিজ্ঞপ্তি দেয় ‘গড়াই’। আবেদনের ভিত্তিতে আজ ২৫ জন শিক্ষার্থীর পরিবারকে এই উপহার সামগ্রী পৌঁছে দেয়া হয়েছে।’
এসময় যে কোন সংকটে শিক্ষার্থীদের পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন সংগঠনটির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম।
সংকটময় মুহূর্তে প্রিয় সংগঠনের পক্ষ থেকে ভালোবাসার উপহার পেয়ে শিক্ষার্থীরা অত্যন্ত আনন্দিত হয়েছেন বলে জানা গেছে।