আন্তর্জাতিকজাতীয়সর্বশেষ নিউজ

করোনাভাইরাস মোকাবিলায় সারাদেশে ১৩৫০ আইসোলেশন শয্যা প্রস্তুত

কোভিড-১৯ মহামারির চেয়েও ভয়াবহ বলে ঘোষণা বিশ্ব স্বাস্থ্য সংস্থা'র

নিজস্ব প্রতিবেদক: স্বাস্থ্য অধিদপ্তর সারাদেশে করোনাভাইরাস মোকাবিলায় ১৩৫০ আইসোলেশন শয্যা প্রস্তুত রেখেছে বলে জানিয়েছেন আইইডিসিআর পরিচালক ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, কোভিড-১৯ সংক্রমিত ব্যক্তিদের আইসোলেশনের জন্য ঢাকার ছয়টি হাসপাতালে ৪০০ শয‌্যা, চট্টগ্রাম মহানগরীতে দুটি হাসপাতালে ১৫০ শয্যা, সিলেট মহানগরীতে দুটি হাসপাতালে ২০০ শয্যা, বরিশাল মহানগরীতে দুটি হাসপাতালে ৪০০ শয্যা এবং রংপুর মহানগরীতে দুটি হাসপাতালে ২০০ শয্যা প্রস্তুত রাখা হয়েছে।

এদিকে, ১১৪টি দেশে করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় একে মহামারির চেয়েও ভয়াবহ (প্যানডেমিক) বলে ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বুধবার সংস্থার মহাপরিচালক টেডরস আধানম গেব্রিয়াসেস এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দিয়েছেন।

Tags

Related Articles

Close