ক্রিকেটক্রিকেটখেলাধূলাসর্বশেষ নিউজ

উদযাপনের রহস্য জানালেন মুশফিক

ক্রীড়া প্রতিবেদক: মিরপুর শের ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নিজের ডাবল শতক উদযাপনের সময় এক নতুন মুশফিককেই দেখলেন গ্যালারির দর্শক। দলীয় ৫৬০ রানের ইনিংসে মুশফিকুর রহিমের সংগ্রহ ২০৩।

জিম্বাবুয়ের স্পিনার এনদোভুর শর্ট বল কাট করে বাউন্ডারিতে পাঠিয়ে ১৯৮ থেকে ২০২ রানে পৌঁছে যান মুশফিক। বল বাউন্ডারিতে পৌঁছার আগেই দুই হাত তুলে শুরু করেন উদযাপন। শূন্যে লাফিয়ে ব্যাট ছোঁড়ার পর বামহাতে আরেকটি ঘুষি ছুঁড়েন তিনি। হেলমেট খুলে দুই হাত ওপরে তুলে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতাও জানান। এরপর ডানহাতে আবার ঘুষি ছুঁড়েন মুশফিক। ঠিক তারপরই গ্লাভস খুলে গর্জন। সবশেষে করেন সিজদাহ।

এমন উদযাপন নিয়ে মুশফিকু বলেন, ‘ডাবল সেঞ্চুরির পর যে উদযাপন করেছি, তা আসলে আমার ছেলের জন্য। আমার ছেলে ডাইনোসরের খুব বড় ভক্ত। ও ডাইনোসর দেখলে যেমন উদযাপন করে তেমন করতে চেয়েছি।’

মুশফিকের এ উদযাপনে মনে হতেই পারে নিশ্চয়ই বিশেষ কোন বার্তা দিচ্ছেন তিনি। তবে মুশফিক জানালেন, প্রতিশোধ কিংবা কাউকে বিশেষ কোন বার্তা দিতে তিনি এমন উদযাপন করেননি। তিনি বলেন, ‘না, কাউকে লক্ষ্য করে কিছু করিনি। এটা যদি আপনারা বানিয়ে নেন তাহলে তো কিছু করার নেই। (হাসি) আমি আসলে আমার ক্যারিয়ারে যত কিছু করেছি, উদযাপনে প্রতিশোধ বা প্রতিবাদ এরকম কিছু কখনো করিনি। আমি মনে করেছি নিজের খেলাটা খেলে যাব যতদিন খেলি। যেটা বললাম পূর্ব পরিকল্পিত কিছুই ছিল না কিন্তু এটা ছিল যে ডাবল সেঞ্চুরি যদি করতে পারি তাহলে আমার ছেলের জন্য উদযাপন করব। এই একটা অনুপ্রেরণা ছিল যেটা আমাকে এগিয়ে নিয়েছে।’

Tags

Related Articles

Close