জাতীয়বাংলাদেশসর্বশেষ নিউজ

টাঙ্গাইলে যমুনায় জেলেদের জালে ধরা পড়লো বিরল প্রজাতির ঘড়িয়াল

মুক্তার হাসান, টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলে যমুনা নদীতে মাছ ধরতে গিয়ে জেলেদের জালে বিলুপ্ত প্রায় একটি ঘড়িয়াল ধরা পড়েছে। এটি লম্বায় চার ফুটের বেশি। তবে স্থানীয়রা এটিকে কুমির বলে ধারণা করছে।
শুক্রবার (৩০ অক্টোবর) সদর উপজেলার হুগড়া ইউনিয়নের নরসিংহপুর এলাকার যমুনা নদীতে এই ঘড়িয়ালটি ধরা পড়ে। ঘড়িয়াল হলো বিরল প্রজাতির মিঠাজলের কুমির বর্গের সরীসৃপ। এরা লম্বা তুন্ড-যুক্ত জলচর। এক সময় ভারত, বাংলাদেশ, নেপাল, পাকিস্তান, মিয়ানমার আর ভুটানে দেখা যেতো এদের। কিন্তু কালের বির্বতনে এই প্রাণীটি বিলুপ্ত প্রায়।

হুগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন খান তোফা জানান, যমুনা নদীতে মাছ ধরার সময় জেলেদের জালে ধরা পড়া চার ফিটের মতো লম্বা ঘড়িয়ালটি দেখতে বিভিন্ন এলাকার লোকজন ভিড় করছে। সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মো. সাইদুল ইসলাম জানান, বিষয়টি অবগত হওয়ার পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে প্রাণীটিকে যমুনা নদীতে অবমুক্ত করতে বলা হয়েছে।

Related Articles

Close