খেলাধূলাসর্বশেষ নিউজ
নতুন দল লিজেন্ডস নয়, কুমিল্লা ভিক্টোরিয়ান্স
জেড.আই জহির, নিউজরুমবিডি.কম: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) তৃতীয় আসর শুরু হচ্ছে আগামী ২৪শে নভেম্বর। তার দুইদিন আগে অর্থ্যাৎ ২২শে নভেম্বর হবে টি-টুয়েন্টি জমজমাট আসরের উদ্ভোধনী অনুষ্ঠান।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হবে বাংলাদেশের সবচেয়ে বড় ঘরোয়া লিগের উদ্ভোধনী অনুষ্ঠান। ইতিমধ্যেই বিপিএলের তৃতীয় আসরের জন্য অংশগ্রহণকারী ছয় ফ্র্যাঞ্চাইজির নাম ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শুরু হয়ে গেছে ফ্র্যাঞ্চাইজি গুলোর দল গুছানো। তারই ধারাবাহিকতায় প্রথম দল হিসেবে আসা “কুমিল্লা লিজেন্ডস” নাম বদলে “কুমিল্লা ভিক্টোরিয়ান্স” রাখার সিদ্ধান্ত নিয়েছে।
বুধবার বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) গভর্নিং কাউন্সিল সংবাদ সম্মেলনের মাধ্যমে এবারের আসরে অংশগ্রহণকৃত ছয় ফ্র্যাঞ্চাইজির মালিক প্রতিষ্ঠানের নাম ঘোষণা করে। যাদের মধ্যে “কুমিল্লা লিজেন্ডস” নামে ফ্র্যাঞ্চাইজি নিয়েছে রয়্যাল স্পোটিং লিমিটেড। শুরু থেকেই শোনা যাচ্ছিল “কুমিল্লা লিজেন্ডস” নামেই এবার দল গঠন করবে ফ্র্যাঞ্চাইজিটি। তবে শেষ পর্যন্ত “কুমিল্লা লিজেন্ডস” নাম পরিবর্তন করে “কুমিল্লা ভিক্টোরিয়ান্স” রাখার সিদ্ধান্ত নিয়েছে দলটির ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ।
বুধবার দলটির চেয়ারম্যান নাফিসা কামাল বলেন, “আমরা আমাদের দলটির নাম পরিবর্তন করে “কুমিল্লা লিজেন্ডস” থেকে “কুমিল্লা ভিক্টোরিয়ান্স” রাখার সিদ্ধান্ত নিয়েছি। সেই সাথে দলের মালিকানা পরিবর্তন করে রয়্যাল স্পোটিং লিমিটেডের কাছে দল থাকছেনা। দলটির নতুন কোম্পানি কুমিল্লা লিজেন্ডস লিমিটেড। আর আমরা এ ব্যাপারে ইতিমধ্যেই বিসিবির কাছে কাগজ পত্র পাঠিয়ে দিয়েছি।”
এদিকে কুমিল্লা ছাড়াও ঢাকার ফ্র্যাঞ্চাইজি পেয়েছে বেক্সিমকো গ্রুপ, চট্টগ্রামের ডিবিএল গ্রুপ, সিলেটের আলিফ গ্রুপ, বরিশালের এক্সিওম টেকনোলজিস ও রংপুরের আই- স্পোর্টস। এবার টুর্নামেন্টে অংশ নিচ্ছে মোট ছয়টি দল। তিনটি ভেন্যুতে খেলা হওয়ার সম্ভাবনা বেশি।