বাংলাদেশসর্বশেষ নিউজ

সন্ত্রাস ও মাদকমুক্ত শিক্ষাঙ্গন ও অর্থনৈতিক মুক্তির জন্য প্রাথমিক শিক্ষার কোন বিকল্প নেই- প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী

মন্ত্রীটাঙ্গাইল প্রতিনিধি, নিউজরুমবিডি.কম: প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মো. মোস্তাফিজুর রহমান বলেছেন, সন্ত্রাস ও মাদকমুক্ত শিক্ষাঙ্গন এবং অর্থনৈতিক মুক্তির জন্য প্রাথমিক শিক্ষার কোন বিকল্প নেই। আর শিক্ষার মূল ভিত্তি হচ্ছে প্রাথমিক শিক্ষা। তাই প্রাথমিক শিক্ষাকে দূরে রেখে মান সম্পন্ন শিক্ষা অর্জন করা সম্ভব নয়।

তিনি সোমবার সকালে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার তিনটি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে এসে শিক্ষার মান উন্নয়নে এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। মন্ত্রী আরও বলেন- শিক্ষার গুনগত পরিবর্তন ও শিশুদের মানসম্পন্ন শিক্ষার জন্য শিক্ষকদের আইসিটি প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। সেই সাথে সরকার শিক্ষকদের বেতনভাতাসহ নানা সুযোগ সুবিধা প্রদান করছে। এর আগে মন্ত্রী সকালে মির্জাপুর উপজেলা সদরের পুষ্টকামুরী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, পুষ্টকামুরী আলহাজ শফিউদ্দিন মিঞা এন্ড একাব্বর হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয় ও শুভুল্যা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। পুষ্টকামুরী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি আল মামুনের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য মো. একাব্বর হোসেন, প্রাথমিক শিক্ষা বিভাগের ঢাকা অঞ্চলের উপ পরিচালক মো. আলী রেজা, উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু, মির্জাপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মীর শরীফ মাহমুদ পমুখ।

Related Articles

Close