বাংলাদেশ
ফুলবাড়ীতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ক গণশুনানী
মোস্তাফিজুর রহমান সুমন, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের ফুলবাড়ীতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ক প্রাতিষ্ঠানিক গণশুনানী অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার (১৭ আগস্ট) সকাল সাড়ে ১০টায় উপজেলার ২নং আলাদীপুর ইউনিয়ন চত্ত¡রে আলাদীপুর ইউনিয়ন লিগ্যাল এইড কমিটি ও এইড-কুমিল্লা এর যৌথ আয়োজনে ২নং আলাদীপুর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মোজাফফর হোসেন সরকার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ফুলবাড়ী থানার ওসি (তদন্ত) মোঃ আব্দুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, এইড-কুমিল্লা জেএফএ দিনাজপুরের প্রকল্প সমন্বয়কারী মোঃ দেলওয়ার হোসেন, ২নং আলাদীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আইয়ুব আলী, রাঙ্গামাটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব মোঃ একরামুল হক, উত্তর রঘুনাথপুর দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মোঃ হাবিবুর রহমান, মেলাবাড়ী দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মোঃ ফজলুর রহমান, মেলাবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল চন্দ্র রায়।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, সরকারি খরচে আইনগত সহায়তা সকলেই পাবেন। আইনের অধিকার থেকে কেউ বাদ যাবে না। সরকারি খরচে ইউনিয়ন লিগ্যাল এইড কমিটি ও এইড-কুমিল্লা সহায়তার আপনাদের পাশে সবসময় আছে।
ইউএসআইডি’র জাস্টিস ফর অল প্রোগাম এর অর্থায়নে ন্যাশনাল সেন্টার ফর স্টেট কোর্টস বাস্তবায়ন করছে জাস্টিস ফর অল-দিনাজপুর সকলের জন্য সরকারি খরচে আইনগত সহায়তা ।
এসময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, সাবেক ছাত্রনেতা, সংগঠক ও সমাজকর্মী ইঞ্জিনিয়ার মোস্তাফিজুর রহমান সুমন, আলাদীপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ স¤পাদক মোঃ আব্দুল মজিদ তালুকদার, ৩নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মোঃ সিরাজুল ইসলাম, জয়কৃষ্ণপুর সরকারি প্রাথমমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ এমদাদুল হক, সংরক্ষিত ইউপি সদস্য মোছাঃ রওশন আরা বেগম, ৯টি ওয়ার্ডের ইউপি সদস্যবৃন্দ, সংরক্ষিত ইউপি সদস্যবৃন্দ, বিভিন্ন স্কুলের শিক্ষকবৃন্দ, ছাত্র-ছাত্রীরা সহ ২নং আলাদীপুর ইউনিয়নের সহসস্রাধিক নারী-পুরষ।
প্রাতিষ্ঠানিক গণশুনানী অনুষ্ঠান সষ্ণালনা করেন, ফিল্ড অফিসার জেএফএ দিনাজপুরের মোছাঃ শিউলি বেগম ও ইউপি সচিব ও সচিব ইউনিয়ন লিগ্যাল এইড কমিটির মোঃ ইউনুস আলী।