বাংলাদেশ
ঝিনাইদহ যুব উন্নয়ন অধিদপ্তরে কম্পিউটার বেসিক কোর্সে ক্লাস উদ্বোধনী
মোঃ জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ সংবাদদাতাঃ ঝিনাইদহ যুব উন্নয়ন অধিদপ্তরে ২০১৭-১৮ অর্থ বছরে জুলাই- ডিসেম্বর সেশনের উদ্বোধনী ক্লাস অনুষ্ঠিত হায়েছে। গতকাল সোমবার বেলা ১০টায় আনুষ্ঠানিকতার সাথে এ আয়োজন করা হয়। ঝিনাইদহ যুব উন্নয়ন অধিদপ্তরের কম্পিউটার বেসিক কোর্সের ইন্সটেক্টর সাজেদা পারভীন (কণা) এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক শহিদুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক শেখ আব্দুর রহীম লিটন, সিনিয়র সাংবাদিক সাজ্জাদ আহমেদ। এছাড়াও অত্র প্রতিষ্ঠানের বিভিন্ন ট্রেডের প্রশিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি শহিদুল ইসলাম বলেন, দেশ এখন উন্নয়নের জোয়ারে ভাসছে। একজন স্নাতকোত্তর সম্পন্ন করে কম্পিউটার বেসিক কোর্সের মাধ্যমে একটি কলেজের কম্পিউটার বিষয়ের প্রভাষক হিসেবে যোগদান করতে পারবে। দেশ এবং দেশের বাইরে যুব প্রশিক্ষণ দ্বারা কাজ করে অনেকে প্রতিষ্ঠিত হতে পেরেছে। প্রত্যেকটা ছাত্র এদেশের সম্পদ। বেকারত্ব কমিয়ে আনতে যুব অধিদপ্তরের যে লক্ষ তা আর্জন করতে সক্ষম হয়েছে। তাই সরকারের উদ্যেশ্য ডিজিটাল বাংলাদেশ গড়া। সেই লক্ষ উদ্যেশ্য নিয়ে যুব উন্নয়ন অধিদপ্তর নিরালসভাবে কাজ করে যাচ্ছে।
অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রতিষ্ঠানের সহকারী কম্পিউটার বেসিক প্রশিক্ষক আশরাফুল কবির।