বাংলাদেশসর্বশেষ নিউজ

এমবিবিএস ভর্তিযুদ্ধ ৭ অক্টোবর ও বিডিএস ভর্তিযুদ্ধ ৪ নভেম্বর

medicalনিউজরুমবিডি ডেস্কঃ এমবিবিএস ২০১৬-১৭ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা আগামী ৭ অক্টোবর এবং বিডিএস ভর্তি পরীক্ষা ৪ নভেম্বর অনুষ্ঠিত হবে।

পরীক্ষায় অংশগ্রহণের জন্য শিক্ষার্থীদের এসএসসি ও এইচএসসিতে সম্মিলিতভাবে ন্যূনতম ৯ পয়েন্ট থাকতে হবে।

আজ সচিবালয়ে আগামী শিক্ষাবর্ষে এমবিবিএস ও বিডিএস ভর্তি–সংক্রান্ত এক বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম এতে সভাপতিত্ব করেন।

এ সময় স্বাস্থ্যমন্ত্রী মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষা সম্পূর্ণ স্বচ্ছতার ভিত্তিতে পরিচালনার জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্দেশ দিয়ে বলেন, মেডিকেল শিক্ষার মান বাড়ানোর জন্য সরকার সব সময় সচেষ্ট।

বৈঠকে স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, স্বাস্থ্যসচিব সৈয়দ মনজুরুল ইসলাম, বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিলের চেয়ারম্যান সৈয়দ মোদাচ্ছের আলী, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কামরুল হাসান খান, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি মাহমুদ হাসান, মহাসচিব ইকবাল আর্সলান, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন।

Tags

Related Articles

Close