বিনোদন
অনুপ বড়ুয়ার কথায় সুমন কল্যাণের সুরে দেবলীনার কড়ানড়া রাত
বিনোদন প্রতিবেদকঃ কড়ানড়া রাত গানটি শুনলে যে কেউই বুঝে যাবে আপনজনের স্মৃতিচারণ করছেন স্মৃতিকাতর কেউ। আসলে ঠিক তাই। তবে এই স্মৃতি যাকে তাকে নিয়ে না। ১৯৭১ সালের ১৪ ই ডিসেম্বর রাতের আধারে কড়া নেড়ে ডেকে নিয়ে হত্যা করা বুদ্ধিজীবীদের নিয়েই এই স্মৃতিচারণ। শহীদ বুদ্ধিজীবীদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করে ‘কড়ানড়া রাত্রিটা’ শিরোনামের এই গানটিতে কণ্ঠ দিয়েছেন রবীন্দ্র সংগীতশিল্পী দেবলীনা সুর। অনুপ বড়ুয়া পিংকু’র কথায় গানটির সুর ও সংগীতায়োজন করেছেন সুমন কল্যাণ।
এই সম্পর্কে শিল্পী দেবলীনা সুর বলেন, ‘প্রথম যখন গীতিকার ও সুরকার আমায় গানটি শোনালেন তখন একটা অনুভূতি হয়েছিল, গভীর শ্রদ্ধার জায়গা থেকে। কিন্তু গাওয়ার পর গানটা চোখ বন্ধ করে যখন শুনছিলাম তখন আরেক অনুভূতি হয়েছে! মনে হচ্ছে, আমি যেনো আমার পরিবারের কাউকেই হারিয়েছি। অসাধারন গানের কাথা ও সুর। শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করে আমি আমার সর্বোচ্চটা গাইবার চেষ্টা করেছি। আশা করছি শ্রোতাদের ভালো লাগবে।’