বিনোদন

সহকর্মী ও ভক্তদের শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন অভিনেতা ইমরান হাসো

cal
মোঃ মানিক খান বিনোদন প্রতিনিধিঃ আজকের আকাশে অনেক তারা দিন ছিল সূর্যে ভরা আজকের জোছনাটা আরও সুন্দর সন্ধ্যাটা আগুন লাগা আজকের পৃথিবীটা তোমার জন্য ভরে থাকা ভালো লাগা মুখরিত হবে দিন গানে গানে আগামীর সম্ভাবনায় তুমি এই দিনে পৃথিবীতে এসেছ শুভেচ্ছা তোমায় তাই অনাগত ক্ষণ হোক আরও সুন্দর উচ্ছল দিন কামনায় আজ জন্মদিন তোমার…… হ্যা আজ তরুণ কমেডিয়ান অভিনেতা ‘ইমরান হাসো এর শুভ জন্মদিন…. ঘড়িতে ১২.০১ মিনিট বাজার সাথে সাথে জনপ্রিয় সোসাল সা্ইট ফেসবুকে তাকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছে সকল বন্ধুমহল ও শুভাকাঙ্খীরা। এরই মধ্যে ভক্ত ও সহকর্মীদের শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন এই অভিনেতা। ১৯৯৭ সালের ১১ ডিসেম্বর এই অভিনেতা জন্মগ্রহণ করেন। বর্তমান প্রজন্মের কাছে তুমুল জনপ্রিয় কমেডিয়ান অভিনেতা ইমরান হাসো। ইমরান হাসো ঢাকায় একজন মঞ্চকর্মী হিসেবে নিয়মিতভাব বিভিন্ন নাটকে অভিনয় করে যাচ্ছেন। পাশাপাশি ছোট পর্দা এবং বড় পর্দাতেও নিয়মিতভাবে কাজ করছেন তিনি। বিশেষ করে খণ্ড নাটক, ধারাবাহিক নাটক, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র এবং পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে নিয়মিত অভিনয় করে তার অভিনয় মেধার জানান দিয়েছেন। অসংখ্য নাটক ও টেলিফিল্মে অভিনয় করে সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করেছেন।

bal

তবে ইমরান হাসো কমেডি চরিত্রে অভিনয় করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। নাট্যকর্মী ইমরান হাসো খুব কম সময়ে শিল্পকলার সঙ্গে সম্পৃক্ত মানুষদের মন জয় করে নিয়েছেন। রঙ্গনা নাট্যগোষ্ঠীর কর্মী ইমরান হাসো অভিনীত মঞ্চ নাটকগুলোর মধ্যে ‘শত নারী এক পুরুষ’ এবং ‘কালের সাক্ষী’ অন্যতম। ইমরান হাসো ২০১৭ সাল থেকে চলচ্চিত্রে অভিনয় শুরু করেন। পরিচালক শফিক হাসানের ‘বাহাদুরী’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে বড় পর্দার তার যাত্রা শুরু হয়। এরপর গাজী জাহাঙ্গীর পরিচালিত ‘প্রেমের বাঁধন’ চলচ্চিত্রে কমেডিয়ান চরিত্রে অভিনয় করেন। ইস্পাহানি আরিফ জাহানের ‘নায়ক’ চলচ্চিত্রে বাপ্পী চৌধুরীর সঙ্গে অভিনয় করেন। পাশাপাশি শ্রাবণ শাহ’র টেলিফিল্ম ‘বাউ-ুলে’, আখতারুল আলম তিনুর পরিচালনায় ‘ব্লাকফোর্স’ চলচ্চিত্রে অভিনয় করেন। তবে পরিচালক মিজানুর রহমান মিজানের ‘তোলপাড়’ চলচ্চিত্রে আলাদা গেটাপে অভিনয় করে সবার নজর কাড়েন ইমরান হাসো। তাছাড়া শাহীন সুমনের ‘একটু প্রেম দরকার’ নাঈম ইমতিয়াজ নিয়ামুলের ‘জ্যাম’, উত্তম আকাশের ‘প্রেম চোর’, বদিউল আলম খোকনের ‘আগুন’ চলচ্চিত্রে অভিনয় করে ব্যাপক পরিচিতি পান। আরও কয়েকটি চলচ্চিত্রে কাজ করতে যাচ্ছেন। এদিকে ইফতেখার ইফতি ‘পিরিতপুর’, মেহেদী হাসান হৃদয়ের ‘রসের হাঁড়ি’, নিয়াজ মাহবুবের ‘জলকুমারী, জুয়েল হাসানের ‘মদন কুমার’, ‘পুলিশের বড় ভাই’, ‘তামিল দ্য হিরো’, এস এম শাহীনের ‘বোকা জামাই’, বর্ণ নাথের ‘মেন্টাল লাভার’, পারভেজ আমিনের ‘আগুন পাখি’, শামস করিমের ‘হোসেন ভাইয়ের দোকানে আসা মানুষজন’, জি এম সি সোহানের ‘বাউ-ুলে’, রোহান মাহমুদের ‘আবেগী ভালবাসা’, কামরুজামান পুতুলের ‘গোপন বউ’, সাজ্জাদ হোসেন দোদুলের ‘ছায়াবিবি’, হিমে হাফিজের ‘খামারি’, রাজ কামালের ‘স্বদেশ প্রেম’ সহ অনেক নাটকে অভিনয় করেছেন। এছাড়াও কাজী ইলিয়াস কল্লোলের কোকোলা টি-টাইম বিস্কুট এবং বুলবুল বিশ্বাসের বাংলালিংকের ওভিসির মডেল হোন। হাসো’ বলেন- অনেক শুভেচ্ছাবার্তা পাচ্ছি । আমার ছবি, শুভেচ্ছাবার্তা আমার সাথে তোলা ছবি আমাকে ফেসবুক ও পেজে ট্যাগ করা হচ্ছে। এই বিশেষ দিনে যারা আমায় ভালোবাসা জানাচ্ছেন, তাঁদের প্রতি আমি কৃতজ্ঞ। খুব ভালো লাগছে। ইমরান হাসো আরো বলেন; আমার সবচেয়ে বেশি ভালো লাগে যখন সবাই আমার জন্য দোয়া করেন ও মঙ্গল কামনা করেন। কারন কথায় আছে, দশজন দোয়া করলে সেটা কবুল হয়।

Related Articles

Close