রাজনীতিসর্বশেষ নিউজ

সোহাগ-জাকিরের হাতেই ছাত্রলীগ

বিশেষ প্রতিবেদক (ঢাবি), নিউজরুমবিডি.কম: অবশেষে বাংলাদেশ ছাত্রলীগের বহু প্রতিক্ষিত ২৮ তম সম্মেলনের ফলাফল পাওয়া গেল। এতে সাইফুর রহমান সোহাগ সভাপতি এবং জাকির হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

সাইফুর রহমান সোহাগ প্রাক্তন কমিটির পরিবেশ বিষয়ক সম্পাদক এবং জাকির হোসেন সহ-সাধারণ সম্পাদক ছিলেন।

নিয়মানুযায়ী আগামী ২ বছর তারা এই পদে বহাল থাকবেন। উল্লেখ্য প্রাক্তন কমিটি নিয়ম অনুযায়ী ২ বছর স্বপদে বহাল থাকার কথা থাকলেও অনিবার্য কারণ বশত তারা প্রায় ৪ বছর স্বপদে বহাল থাকেন। ফলে এবারের সম্মেলন ঘিরে ছিলো বাড়তি উদ্দীপনা।

সারাদেশের প্রায় তিন হাজার কাউন্সিলর নেতা কর্মীদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হলো ছাত্রলীগের নতুন কাণ্ডারী। সভাপতি পদে ৬৪ এবং সাধারণ সম্পাদক পদে ১৪২ জন প্রার্থী বৈধ মনোনয়ন পেলেও মূল প্রতিযোগীতা হয়েছে সভাপতি পদে ১০ জন এবং সাধারণ সম্পাদক পদে ১৮ জন প্রার্থীর মধ্যে।

সকাল সাড়ে ১১ টায় ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ভোট গ্রহণ শুরু হয়। সারাদেশ হতে আগত ছাত্রলীগের শতাধিক ইউনিটের ৩১৩৮ জন কাউন্সিলরের মধ্যে ২৮১৯ জন ভোট প্রদান করেন। ভোট গননা শেষে নির্বাচন কমিশনার সুমন কুন্ডু ফল ঘোষণা করেন। এতে সোহাগ ২৬৯০ এবং জাকির ২৬৭৬ ভোট পেয়ে স্ব স্ব পদে নির্বাচিত হন।

নির্বাচন স্বচ্ছ হওয়ায় ছাত্রলীগের নেতাকর্মীরা স্বস্থি প্রকাশ করেন। সাইফুর রহমান সোহাগ এবং সোহাগ-জাকির পরিষদের সমর্থক ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সভাপতি হাবিবুল্লাহ বিপ্লব বলেন ‘নির্বাচন অবাধ. সুষ্ঠ ও নিরপেক্ষ হয়েছে। প্রকৃত মেধা-সততা, দক্ষতা এবং পরিশ্রমের বিজয় হয়েছে।’

নতুন নেতৃত্ব ছাত্রলীগকে আরো উজ্জীবিত করবে বলে বিশ্বাস এই ছাত্রনেতার। ফলাফল ঘোষণার পর পরই ছাত্রলীগের বিদায়ী সভাপতি নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে উপস্থিত নেতাকর্মীদের মাঝে পরিচয় করিয়ে দেন। ২৫১ সদস্য বিশিষ্ট বাংলাদেশ ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি বিদায়ী সভাপতি ও সাধারণ সম্পাদকের মতামত নিয়ে কয়েকদিনের মধ্যেই ঘোষণা করবেন নবনির্বাচিত সভাপতি সাইফুর রহমান সোহাগ। আগামী সোমবার ছাত্রলীগের নতুন কমিটিকে জননেত্রী শেখ হাসিনার কাছে নিয়ে যাবেন বলে জানিয়েছেন বিদায়ী সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ।

Related Articles

Close