বাংলাদেশসর্বশেষ নিউজ

২০১৮ সাল থেকে প্রাথমিক শিক্ষা অষ্টম শ্রেণী পর্যন্ত সম্প্রসারণ: সংসদে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী

mostafizনিজস্ব প্রতিবেদক, নিউজরুমবিডি.কম: সোমবার বিকেলে সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য মমতাজ বেগমের এক প্রশ্নেরর জবাবে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান বলেন, ২০১৮ সাল থেকে সরকার প্রাথমিক শিক্ষা অষ্টম শ্রেণী পর্যন্ত সম্প্রসারণ করার পরিকল্পনা হাতে নিয়েছে।

প্রাথমিক গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান জানান, শিক্ষানীতি ২০১০-এর আলোকে প্রাথমিক শিক্ষার স্তর পর্যায়ক্রমে ষষ্ঠ হতে অষ্টম শ্রেণিতে উন্নীতকরণের জন্য ২০১৩ সালে ৪৯১টি প্রাথমিক বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণি চালু করা হয়েছে। তিনি আরো জানান, ২০১৪ শিক্ষাবর্ষে আরও ১৭৫টি স্কুল ষষ্ঠ শ্রেণিতে উন্নীত করা হয়েছে। বাকী বিদ্যালয়সমূহ ২০১৮ সাল নাগাদ অষ্টম শ্রেণি পর্যন্ত সম্প্রসারণ করতে সরকার পরিকল্পনা হাতে নিয়েছে।

Related Articles

Close