ক্যাম্পাসসর্বশেষ নিউজ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অনষ্ঠিত হলো বসন্ত বরণ অনুষ্ঠান

JgUক্যাম্পাস প্রতিবেদক, নিউজরুমবিডি.কম: নাচ, গান, আবৃত্তি আর নানা আয়োজনে আজ মঙ্গলবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো বসন্ত বরণ অনুষ্ঠান।
‘ফুল ফুটুক আর না ফুটুক, আজ বসন্ত’ শিরোনামের এ আয়োজনটি অনুষ্ঠিত হয় বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য চত্ত্বরে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে উদীচী সংসদ- এর উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উদীচী সংসদ-এর সভাপতি হেদায়েতউল্লাহ খান বাবুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, ”জগন্নাথ বিশ্ববিদ্যায়ের উদীচী সংসদের উদ্যোগে আয়োজিত বসন্তের অনুষ্ঠান প্রশংসার দাবিদার। ভবিষ্যতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সংগীত বিভাগসহ অন্যান্যদের সংশ্লিষ্টতায় আরও ব্যাপকভাবে ও বড় পরিসরে বসন্ত বরণ অনুষ্ঠানের আয়োজন করা হবে।”

বসন্ত বরণের এ অনুষ্ঠানে জবি’র উদীচী সংসদ-এর শিল্পী-কর্মীদের আয়োজনে নাচ, লোক সংগীত, গণসংগীত, নৃত্য ও কবিতা পরিবেশিত হয়। এছাড়াও অনুষ্ঠানে বাচিক শিল্পী গোষ্ঠী, বাংলাদেশ বেতারের উপস্থাপক শিল্পী রানা আহমেদ, এটিএন বাংলার সাংবাদিক মামুন-উর-রশীদ এবং ‘মেঠোপথ’ গানের দল অংশগ্রহণ করে।

Tags

Related Articles

Close