uncategorized

‘শ্রেষ্ঠ অভিনেতা কৌতুক চরিত্রে’ পুরষ্কার গ্রহণে অস্বীকৃতি মোশাররফ করিমের

Image may contain: 1 person, sitting

নিউজরুমবিডিঃ সম্প্রতি ঘোষণা হয়ে গেল জাতীয় চলচ্চিত্র পুরষ্কার ২০১৭ এবং ১৮’র পুরষ্কার অর্জনকারীদের নাম। এতে জাতীয় চলচ্চিত্র পুরষ্কার ২০১৮,র পুরষ্কার বিজয়ীদের একজন হলেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। তবে পুরষ্কার অর্জনের আনন্দে তার আপ্লুত হওয়ার কথা থাকলেও মশাররফ আপ্লুততো ননই উলটো তিনি বিব্রত। কেননা তিনি পুরষ্কারটি জিতেছেন কৌতুক অভিনেতা ক্যাটাগরীতে। এ নিয়ে শুধু মোশাররফ করিমই নন, তার ভক্তবৃন্দ সহ অনেকেই বিব্রত। অনেকে এর সমালোচনাও করেছেন।  তবে মশাররফ করিম ছিলেন নিশ্চুপ। অতঃপর নিজের ফেইসবুক পেইজে একটি দীর্ঘ পোষ্টের মাধ্যমে নিরবতা ভাঙলেন এই অভিনেতা এবং জানালেন নিজের বিবৃতি। নিউজরুমবিডির পাঠকদের জন্য মোশাররফ করিমের ফেইসবুক পোষ্টটি হুবহু তুলে দেয়া হলো।

মোশাররফ করিমঃ  সকলের সদয় অবগতির জন্য জানাচ্ছি যে, গত ৭ নভেম্বর দেশের চলচ্চিত্র অঙ্গনের সবচেয়ে বড় পুরস্কার জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষনা করা হয়েছে। ২০১৮ সালের পুরস্কার প্রাপ্তদের তালিকায় আমি নিজের নামও দেখতে পেয়েছি। নুর ইমরান মিঠু পরিচালিত ‘কমলা রকেট’ চলচ্চিত্রের জন্য আমাকে ‘শ্রেষ্ঠ অভিনেতা কৌতুক চরিত্রে’ পুরস্কার প্রদান করা হয়েছে।

ধন্যবাদ সংশ্লিষ্টদের।

কিন্তু এই পুরস্কার প্রাপ্তি নিয়ে আমার কিছু কথা রয়েছে। তার আগে সবাইকে অবগত করতে চাই, কৌতুকপূর্ন বা কমেডি চরিত্র আমার কাছে অন্যসব চরিত্রের মতোই সমান গুরুত্বপূর্ণ।

কিন্তু ‘কমলা রকেট’ চলচ্চিত্রে আমি যে চরিত্রটিতে অভিনয় করেছি সেটি কোনোভাবেই কমেডি বা কৌতুক চরিত্র নয়। ছবিটির চিত্রনাট্যকার, পরিচালকসহ সহশিল্পীরা নিশ্চয় অবগত আছেন। একই সঙ্গে যারা ছবিটি দেখেছেন তারাও নিশ্চয় উপলব্ধি করেছেন ‘কমলা রকেট’ এ আমার অভিনয় করা ‘মফিজুর’ চরিত্রটি কোনো কৌতুক চরিত্র নয়। এটি প্রধান চরিত্রগুলির একটি।

তাই, সন্মানিত জুরি বোর্ডের কাছে আমার অনুরোধ, ‘শ্রেষ্ঠ অভিনেতা কৌতুক চরিত্রে’ আমার জন্য বরাদ্দ করা পুরস্কারটা প্রত্যাহার করে নিলে ভালো হয়। না হলে আমার পক্ষে এই পুরস্কার গ্রহণ করা সম্ভব নয়।

আমি কাজটাকে ভালোবেসে আমৃত্যু কাজ করে যেতে চাই। আমার ভক্ত, শুভাকাঙ্খিসহ সকলের কাছে আমার ও আমার পরিবারের জন্য দোয়া চাই। একই সঙ্গে যারা পুরস্কার পেয়েছেন সবাইকে অভিনন্দন জানাই।

মোশাররফ করিম
অভিনেতা

লক্ষনীয়: এই মুহুর্তে আমি ব্যক্তিগত কাজে দেশের বাইরে অবস্থান করছি। তাই লিখিতভাবে সবাইকে জানানো হলো। আশা করছি পরিস্থিতিটি বুঝতে পেরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

 

ফেইসবুক থেকে সংগৃহীত

Tags

Related Articles

Close