বিনোদন

টাঙ্গাইল ৪ আসনের সাংসদ সোহেল হাজারী এবার অভিনয়ে

সংসদ সদস্য এবার অভিনয়ে, নায়িকা তিশা

বিনোদন প্রতিবেদক;নিউজরুমবিডিঃ ৯০ সালে টাঙ্গাইলের ভাসানী হলে তৎকালীন বিরোধী দলীয় নেতা শেখ হাসিনার সামনে তিনি ‘কেউ দাবায়ে রাখতে পারবা না’ একটি মঞ্চ নাটকে অভিনয় করেছিলেন। এখনও তিনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামনে কথা বলেন তবে সংসদে অথবা জনসভায় তবে আর নাটকের মঞ্চে না। এটা তার করারও কথা নয়। কেননা তিনি মূলত রাজনীতির মানুষ নাটকের না। তিনি টাঙ্গাইল-৪ আসনের সাংসদ সোহেল হাজারী। দীর্ঘদিন পর এই রাজনৈতিককে আবারও দেখা যাবে নাটকে। তবে এবার আর মঞ্চে না, এবার দেখা যাবে টিভি পর্দায়। সম্প্রতি সোহেল হাজারী মুক্তিযুদ্ধ ভিত্তিক একটি নাটকে তিশার বিপরীতে অভিনয় করেছেন।

নাটকটির নাম ‘নৈবেদ্য’। শ্যামল চন্দ্রের লেখা মুক্তিযুদ্ধের গল্প থেকে এর চিত্রনাট্য তৈরি করেছেন মান্নান হীরা।নাটকটি যৌথভাবে পরিচালনা করেছেন শাব্দিক শাহীন ও সিহানুর রহমান আসিফ। নাটকটির চিত্রগ্রাহক হৃদয় সরকার।নাটকটিতে এক বীরাঙ্গনার ভূমিকায় অভিনয় করেন নুসরাত ইমরোজ তিশা। মুক্তিযুদ্ধের সময় পাকবাহনীর হাত থেকে এই বীরাঙ্গনাকে উদ্ধার করতে দেখা যাবে সংসদ সদস্য সোহেল হাজারীকে।

নাটকটিতে তার সঙ্গে আরও অভিনয় করেছেন তারিক আনাম খান, হাসান ইমাম, নুসরাত ইমরোজ তিশা, দীপক কর্মকার, সাইকা আহম্মেদ, শাহাজান সম্রাট প্রমুখ। এখানে একটি বিশেষ চরিত্রে দেখা যাবে রওনক হাসানকে।নির্মাতা শাব্দিক শাহীন জানান, আসছে ডিসেম্বর মাসে একটি টিভি চ্যানেলে বিশেষ নাটক হিসেবে প্রচার হবে ‘নৈবেদ্য’।

Tags

Related Articles

Close