বিনোদন

ওয়ার্ল্ড অটিজম এন্ড ইকোলজি ফিল্ম ফোরাম বাংলাদেশ এর উদ্যোগে ‘অটিজম সচেতনতায় চলচ্চিত্রের ভূমিকা,’ মুক্ত আলোচনা। 

নিউজরুমবিডিঃ  আগামি ০২.১১.২০১৯ শনিবার, বিকাল ৬ টায় কাঁটাবনের ‘দীপনপুরে ‘ অটিজম সচেতনতায় চলচ্চিত্রের ভূমিকা’ শীর্ষক মুক্ত আলোচনার আয়োজন করছে ‘ওয়ার্ল্ড অটিজম এন্ড ইকোলজি ফিল্ম ফোরাম বাংলাদেশ ‘। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন, মাননীয় তথ্যপ্রতিমন্ত্রী জনাব ডা. মুরাদ হাসান এমপি। সভাপ্রধান: হাবীবুল্লাহ সিরাজী, মহাপরিচালক, বাংলা একাডেমী বিশেষ অতিথি থাকবেন: চয়ন ইসলাম, সাবেক সাংসদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব। জনাব মো. আবদুস সামাদ, সচিব নৌপরিবহন মন্ত্রণালয়। আলোচক: জনাব দেলোয়ার হোসেন, সভাপতি, সবুজ পরিবেশ আন্দোলন। ডা, অপরেশ চক্রবর্তী, পরিচালক, বাংলা একাডেমী। জনাব মোহাম্মদ ফয়সাল আহসানউল্লাহ, ক্রিড়া ও সাংস্কৃতিক জন। মাসুদ পথিক, কবি ও চলচ্চিত্র নির্মাতা জ্যোতিকা জ্যোতি, অভিনয়শিল্পী |

বার্তা প্রেরক:  সুজন হাজং অনুষ্ঠান সমন্বয়ক ওয়ার্ল্ড অটিজম এন্ড ইকোলজি ফিল্ম ফোরাম বাংলাদেশ

Related Articles

Close