বাংলাদেশসর্বশেষ নিউজ

টাঙ্গাইলে দরিদ্র পরিবারের মেধাবী ছাত্র-ছাত্রীদের শিক্ষাবৃত্তির চেক বিতরণ

check distrটাঙ্গাইল প্রতিনিধি: বেসরকারী এনজিও সংস্থা সেতু‘র ‘বুনিয়াদি’ কার্যক্রমের আওতায় সংগঠিত অতি দরিদ্র পরিবারের মেধাবী ছাত্র-ছাত্রীদের মধ্যে শিক্ষাবৃত্তির চেক বিতরণ করা হয়েছে। টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. মাহবুব হোসেন প্রধান অতিথি থেকে ছাত্র-ছাত্রীদের মাঝে এই চেক বিতরণ করেন।

বুধবার সকালে টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু অডিটরিামে সেতু‘র কার্যনির্বাহী পরিষদের সভাপতি ও দেলদুয়ার উপজেলা চেয়ারম্যান এস এম ফেরদৌস আহম্মেদের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি এডভোকেট জাফর আহমেদ, টাঙ্গাইল ক্লাবের সহ-সভাপতি হারুন অর রশিদ, বিআরটির সহকারী পরিচালক ইঞ্জি. হাবিবুর রহমান ও জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন সুলতানা প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সেতু‘র নির্বাহী পরিচালক মির্জা সাহাদত হোসেন। টাঙ্গাইল জেলার সেতু‘র বুনিয়াদী কর্যক্রমের আওতায় প্রতিজনকে ১৮হাজার টাকার এই চেক প্রদান করা হয়। সর্বমোট ৫৩ জন অতি দরিদ্র মেধাবী ছাত্র-ছাত্রীদের মধ্যে ৯ লক্ষ ৫৪ হাজার টাকার চেক বিতরণ করেছে সংস্থাটি।

Tags

Related Articles

Close