ক্রিকেটক্রিকেটখেলাধূলাসর্বশেষ নিউজ
অধিনায়কত্ব ছেড়ে বিপিএলে পরামর্শক মাশরাফি?
ক্রীড়া প্রতিবেদক, নিউজরুমবিডি.কম: অধিনায়কত্বে বার বার সফলতার মুখ দেখা মাশরাফি বিন মুর্তজা ক্রিকেটের জন্য বার বার ঝুঁকি নিয়েই চলছেন। তুমুল জনপ্রিয় ও ক্লিন ইমেজের এই তারকা ক্রিকেটার আর কতোদিন ক্রিকেট চালিয়ে যেতে পারবেন, তা নিশ্চিত করে কেউ বলতে পারবেন না। এমনকি তিনি নিজেও নিশ্চিত নন আগামী বিপিএলেই তিনি আর খেলতে পারবেন কিনা। আর তাই হয়তো তিনি পেয়ে গেলেন পরামর্শক হওয়ার প্রস্তাব। হ্যা। এমনটাই জানা গেছে একটি সূত্র থেকে। এমনও শোনা যাচ্ছে, আগামী বিপিএলে মাশরাফিকে দেখা যেতে পারে তামিমদের চিটাগাং ভাই কিংসের পরামর্শকের ভূমিকায়ও।
বিভিন্ন গণমাধ্যমের খবর অনুযায়ী, সম্প্রতি তামিম ইকবাল নাকি মাশরাফি বিন মুর্তজাকে বলেছেন, তিনি যদি সামনের বিপিএলে না খেলার সিদ্ধান্ত নেন তাহলে যেন চিটাগাং ভাইকিংসের পরামর্শক হন। কারণ, আগামী বছরও তারা পয়েন্ট তালিকায় সবার নীচে থাকতে চান না।
তামিম ইকবাল আরও বলেছেন, আইকন ক্রিকেটাররা যে টাকা পাবেন মাশরাফিকে সেই পরিমাণ টাকা দেয়া হবে।
তবে, এ ব্যাপারি মাশরাফি এ বিষয়ে কোন উত্তর না দিয়ে নীরব থেকেছেন বলেও জানা গেছে।
প্রসঙ্গত, বিপিএলের তিন আসরেই শিরোপা উঠেছে অধিনায়ক মাশরাফির হাতে। মাশরাফির নেতৃত্বে এবার শিরোপা জিতেছে বিপিএলের নতুন ফ্রাঞ্চাইজি কুমিল্লা ভিক্টোরিয়ান্স। প্রথম দুই আসরে ঢাকা গ্লাডিয়েটরসের হয়ে শিরোপা জিতেছিলেন তিনি।