জাতীয়বিনোদনসর্বশেষ নিউজ
বঙ্গবন্ধুকে নিয়ে কথা বলার সুযোগ হারালেন তিশা
বিনোদন প্রতিবেদক, নিউজরুমবিডি ডটকম: জাতির পিতার কর্মময় জীবনের ওপর রাষ্ট্রীয় একটি অনুষ্ঠানে আলোচনা করার কথা ছিল অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার।তবে আলোচনা করার কথা থাকলেও আলোচনা করা হচ্ছে না তার।
সংস্কৃতি মন্ত্রণালয় থেকে আমন্ত্রণ পাওয়া প্রসঙ্গে তিশা বলেন, ‘রাষ্ট্রীয় আয়োজনে এমন একটি অনুষ্ঠানে বঙ্গবন্ধুকে নিয়ে কথা বলার সুযোগ পেয়ে আমি গর্বিত।’
আর হতাশাজনক হলো, আপাতত বঙ্গবন্ধুকে নিয়ে বক্তব্য রাখা হচ্ছে না তার। কারণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে কয়েক ঘণ্টার ব্যবধানে অনুষ্ঠানটি স্থগিত করা হয়েছে।
জাতীয় শোক দিবস উপলক্ষে ২০ আগস্ট, রবিবার বিকাল ৩টায় বাংলাদেশ জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে অনুষ্ঠানটি হওয়ার কথা ছিল। তিশা ছাড়াও সেখানে অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূরের। কিন্তু অনুষ্ঠান স্থগিত হওয়ায় এসব পরিকল্পনা আর বাস্তবায়ন হচ্ছে না।
গত বৃহস্পতিবার (১৭ আগস্ট) সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব মো. ইব্রাহীম হোসেন খান অতিথিদের কাছে এই অনুষ্ঠানের আমন্ত্রণপত্র পাঠান। কিন্তু গতকাল (১৮ আগস্ট) সেটি অনিবার্য কারণে স্থগিতের খবর জানানো হয় মন্ত্রণালয়ের পক্ষ থেকে।
এদিকে কেন অনুষ্ঠানটি ‘অনিবার্য কারণে’ হঠাৎ স্থগিত করা হলো ,এ বিষয়ে কোনো তথ্য জানা যায়নি।