সাহিত্য

আত্মবিচ্ছিন্নতার সূত্র

আত্মবিচ্ছিন্নতার সূত্র

-এ.আর.ফারুকী

 

বঞ্চনার গ্রন্থনা হতে মুক্তি পেতে হবে

মুক্তি তো দেবার নয়, ছিনিয়ে নিতে হবে

প্রত্যক্ষ কিছুর বিনিময়ে। ভালোবাসা মেঘ

অবিসংবাদী প্রেম, বিচ্ছিন্ন কথামালা ঘুরে

বেড়ায় খোলা নীল প্রান্তরে চিরন্তন!

সুতরাং, একদিন মুক্তি পেতেই হবে

নইলে ব্যর্থ হয়ে যাবে যতো উদ্যোগ

অভ্যর্থনা, যাপিত জীবনধারণ উদ্দাম।

ব্যর্থ হয়ে যাবে উষ্ণতা ঘেরা দৃঢ় আলিঙ্গন

চির উদ্ভিন্ন যৌবনা নারীর দুই ভ্রুমধ্যে

চুম্বন একে দেওয়ার কথা থাকবে আমার

দেবো না সে চুম্বন,হয়তো দেবো একবার

ব্যর্থ ক্ষয়রোগ আর তার ভেতরে রক্তবান

উপেক্ষা করে যেতে হবে অনেক কিছু

বালিকার দোলমঞ্চ, ভাঁটফুল, শিউলি

একগুচ্ছ গোলাপ এবং রসালো চুম্বনও।

এভাবেই চিনে নিতে হবে বিচ্ছিনতার সূত্র

 

a r faruki

 

 

 

 

 

কবি: গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়

Related Articles

Close