খেলাধূলাফুটবলবাংলাদেশসর্বশেষ নিউজ
বিরলে মোজাহারুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের পরবর্তি রাউন্ডের ‘ড্র’ অনুষ্ঠিত
জেড.আই জহির, বিরল (দিনাজপুর) : রামপুর সমাজ কল্যাণ ক্লাব আয়োজিত এবং আমেরিকা প্রবাসী মো. মোজাহারুল ইসলাম ও মালেশিয়া প্রবাসী আব্দুল কুদ্দুসের যৌথ উদ্যোগে ‘মোজাহারুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০১৭’ এর দ্বিতীয় রাউন্ড, সেমি-ফাইনাল এবং তৃতীয় স্থান নির্ধারণী খেলার ‘ড্র’ অনুষ্ঠিত হয়েছে। দ্বিতীয় রাউন্ডে উত্তীর্ণ ৮ দলকে নিয়ে লটারির মাধ্যমে প্রতিপক্ষ নির্ধারণ করা হয়।
বুধবার সন্ধ্যায় রামপুর সমাজ কল্যাণ ক্লাবের কার্যনির্বাহি কমিটির সাধারণ সভায় ক্লাবের অস্থায়ী কার্যালয় মেসার্স হৃদয় ট্রেডার্সে মোজাহারুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০১৭ এর ‘ড্র’ অনুষ্ঠিত হয়। উক্ত সাধারণ সভায় সভাপতিত্ব করেন ক্লাবের কার্যনির্বা্হী কমিটির সভাপতি জনাব মো. মোশাররফ হোসেন প্রধান (মোশা)।
ক্লাবের সাধারণ সম্পাদক মো. আতিকুর রহমান আতিক ও প্রচার সম্পাদক মো. জহুরুল ইসলাম জহিরের সঞ্চালনায় সাধারণ সভায় আরো উপস্থিত ছিলেন সহ-সভাপতি মো. তৈমুর রহমান, মো. এনামুল হক ভুট্টো, মো. আবু আল এমরান প্রধান। যুগ্ম সাধারণ সম্পাদক মো. তাইয়েবুল ইসলাম তাইবু, সাংগঠনিক সম্পাদক মো. বাশির আল হেলাল, ক্রীড়া সম্পাদক মো. আব্দুর রহমান আদু, সহকারী ক্রীড়া সম্পাদক শহিদুল্লাহ কায়সার, দপ্তর সম্পাদক মো. তরিকুল ইসলাম, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মো. সেরাজুল ইসলাম, সহ: সমাজ কল্যাণ সম্পাদক মো. রফিকুল ইসলাম। এছাড়াও ক্লাবের বাকি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
দ্বিতীয় রাউন্ডে ৮টি দলকে দুটি (এ-বি)গ্রুপে বিভক্ত করা হয়েছে। ‘এ’ গ্রুপে রয়েছে ৫নং বিরল ইউপি’র বিরল মোসুমী ক্রীড়া চক্র, ৭নং বিজোড়া ইউপি’র মানপুর মিতালী সংঘ, ৬নং ভান্ডারা ইউপি’র রামপুর হিন্দুপাড়া একাদশ ও রতনৌর যুব সংঘ। বিপরীতে ‘বি’ গ্রুপে রয়েছে ৬নং ভান্ডারা ইউপি’র স্বাগতিক দল রামপুর সমাজ কল্যাণ ক্লাব, ৮নং ধর্মপুর ইউপি, ৬নং ভান্ডারা ইউপি’র পাকুড়া সাত মৌজা ক্লাব ও ৫নং বিরল ইউপি’র শংকরপুর ফুটবল একাদশ।
এদিকে আগামী ২০ জুলাই ২০১৭ইং, (বৃহস্পতিবার) টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডের ১ম ম্যাচে ‘এ’ গ্রুপ থেকে ৮নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের ফুটবল একাদশের বিপক্ষে মুখোমুখি লড়াইয়ে মাঠে নামবে স্বাগতিক দল রামপুর সমাজ কল্যাণ ক্লাব। আগামী ২১ জুলাই ২০১৭ইং, (শুক্রবার) ‘বি’ গ্রুপের ম্যাচে মোকাবেলা করবে বিরল মোসুমী ক্রীড়া চক্র তাদের প্রতিপক্ষ মানপুর মিতালী সংঘ। আগামী ২২ জুলাই ২০১৭ইং, (শনিবার) ‘বি’ গ্রুপের ম্যাচে রামপুর হিন্দুপাড়া একাদশের বিপক্ষে মাঠে নামবে রতনৌর যুব সংঘ। দ্বিতীয় রাউন্ডের শেষ ম্যাচে আগামী ২৪ জুলাই ২০১৭ইং, (সোমবার)বিরল শঙ্করপুর ফুটবল একাদশের প্রতিপক্ষ পাকুড়া সাত মৌজা ক্লাব।
দ্বিতীয় রাউন্ড শেষে আগামী ২৫ জুলাই ২০১৭ইং, (মঙ্গলবার) ‘এ’ গ্রুপের দুই চ্যাম্পিয়ন দল প্রথম সেমি-ফাইনাল ম্যাচে মাঠে নামবে। আর আগামী ২৭ জুলাই ২০১৭ইং, (বৃহস্পতিবার) ‘বি’ গ্রুপ থেকে উঠে আসা দুই সেমিফাইনালিষ্ট দ্বিতীয় সেমি-ফাইনালে মোকাবেলা করবে। আগামী ২৮ জুলাই ২০১৭ইং, (শুক্রবার) টুর্নামেন্টের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচটি অনুষ্ঠিত হবে। প্রতিটি খেলা রামপুরের ঐতিহাসিক ফুটবল খেলার মাঠে ম্যাচের দিন বিকাল সাড়ে ৪টায় শুরু হবে। দ্বিতীয় রাউন্ডে উত্তীর্ণ সকল দলকে বল, জার্সি ও বুট সহ যথাসময়ে মাঠে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে বলা গেল।
উল্লেখ্য, দিনাজপুর জেলার বিরল থানার ৬নং ভান্ডারা ইউপি’র রামপুর সমাজ কল্যাণ ক্লাব এর আয়োজনে আমেরিকা প্রবাসী মোজাহারুল ইসলাম ও মালয়েশিয়া প্রবাসী আব্দুল কুদ্দুস এর যৌথ সহযোগিতায় বিরলে প্রথমবারের মত “মোজাহারুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০১৭” অনুষ্ঠিত হচ্ছে। উক্ত টুর্নামেন্টে জেলার ১৬টি স্বণামধন্য ফুটবল সংগঠন অংশগ্রহণ করছে। এই গোল্ডকাপ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দলকে পুরস্কার হিসেবে দেওয়া হবে ৬ আনা স্বর্ণ এবং রানার্সআপ দলকে দেওয়া হবে ৪ আনা স্বর্ণ। পাশাপাশি তৃতীয় ও চতুর্থ দলের জন্য থাকবে শান্তনা পুরস্কার।