বাংলাদেশ
বিরলে জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৭ এর উদ্বোধন করলেন খালিদ মাহমুদ চৌধুরী এমপি
জেড.আই জহির, বিরল (দিনাজপুর) : বিরলে জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৭ এর উদ্বোধন, গ্রামীণ অবকাঠামা রক্ষণাবেক্ষণ (টি.আর) ও মানবিক সহায়তা (জি.আর) এর অর্থ বিতরণ এবং বিভিন্ন গ্রামে শুভ বিদ্যুতায়ন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে অংশগ্রহণ করেন, বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি।
বুধবার সকাল ১০টায় প্রধান অতিথি উপজেলা পরিষদ চত্ত্বর হতে বর্ণাঢ্য র্যালীর নেতৃত্ব দিয়ে পৌরশহর প্রদক্ষিণ শেষে বিরল সরকারী কলেজ এর পুকুরে মৎস্য পোনা অবমুক্ত করেন।
পরে তিনি উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন এবং গ্রামীণ অবকাঠামা রক্ষণাবেক্ষণ (টি.আর) ১১৪টি প্রকল্পে প্রায় ৩০ লাখ ৪৯ হাজার ৬৮৯ টাকা ও মানবিক সহায়তা (জি.আর ৬৬ টি প্রকল্পে) বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে প্রায় ১৯ লাখ ৮০ হাজার টাকা বিতরণ এবং বিভিন্ন গ্রামে সহস্রাধিক নতুন সংযোগে শুভ বিদ্যুতায়ন এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার এ,বি,এম, রওশন কবীর এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এম আব্দুল লতিফ, সাধারণ সম্পাদক এ কে এম মোস্তাফিজুর রহমান বাবু, সহ-সভাপতি আলহাজ্ব সবুজার সিদ্দিক সাগর, অধ্যাপক রিয়াজুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক রমা কান্ত রায়, জেলা পরিষদের সদস্য আকবর আলী, অধ্যক্ষ সুফিয়া নাহার মঞ্জু, ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ এ কে এম আফজালুল আনাম, মহিলা ভাইস চেয়ারম্যান ফিরোজা বেগম সোনা, দিপবিস-১ বিরল জোনাল অফিসের ডিজিএম ফেরদৌস আলম, প্রকল্প বাস্তবায়ন অফিসার রেজাউল করিম, মৎস্য অফিসার কৃষিবীদ পূরবী রাণী রায়, অফিসার ইনচার্জ আব্দুল মজিদ প্রমূখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন, উপজেলা সমাজ সেবা অফিসার আনিছুর রহমান। শেষে প্রধান অতিথিকে বিরল পৌর ছাত্রলীগের নবগঠিত কমিটির নেতৃবৃন্দসহ উপজেলা ছাত্রলীগ নেতৃবৃন্দ ফুলের শুভেচ্ছা বিনিময় করেন।