রাজনীতিসর্বশেষ নিউজ

সখীপুরে প্রতিবন্ধীদের বিনামূল্যে ফিজিওথেরাপি চিকিৎসাসেবা

সিরাজুস সালেকীন সিফাত, সখীপুর (টাঙ্গাইল): সখীপুরে বিনামূল্যে তিন দিনব্যাপি ফিজিও ওকুপেশনাল ও স্পিজ থেরাপী কর্মসূচির আয়োজন করা হয়েছে। বাংলাদেশ প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের টাঙ্গাইল শাখার সহেেযাগিতায় সখীপুর প্রতিবন্ধী উন্নয়ন পরিষদ ইছাদিঘী আতিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ কর্মসূচির আয়োজন করে।

মঙ্গলবার সকাল ১০টায় এ কর্মসূচির উদ্বোধন করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান তালুকদার। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সখীপুর পৌরসভার মেয়র আবু হানিফ আজাদ। গত দুই দিনে উপজেলার অসহায় ও দুঃস্থ পরিবারের তিন শতাধিক রোগীকে এ সেবা দেওয়া হয়েছে।

ওই অনুষ্ঠানে আলোচনায় অংশ নেন জনতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক চান মাহমুদ, উন্নয়ন পরিষদের সভাপতি ফরিদ হোসেন, সম্পাদক সুমন সরকার প্রমুখ।

সখীপুর প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক সুমন সরকার জানান, টাঙ্গাইলের তিনজন চিকিৎসা কর্মকর্তা মঙ্গলবার ও গতকাল বুধবার তিন শতাধিক রোগীকে সেবা প্রদান করেছেন। আশা করছি, আজ বৃহস্পতিবারও দেড়-দুই শতাধিক রোগী এ সেবা পাবে।

Related Articles

Close