খেলাধূলাবাংলাদেশসর্বশেষ নিউজ

সখীপুরে ঘোড়াদৌড় প্রতিযোগিতা

sak-gora-dourসিরাজুস সালেকীন সিফাত , সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে ঐতিহ্যবাহী ঘোড়াদৌড় প্রতিযোগিতা হয়েছে। মঙ্গলবার বিকেল তিনটায় উপজেলার কুতুবপুর গ্রামের বিন্নাউরি পুকুরপাড় এলাকায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। কুতুবপুর বিন্নাউরিপাড়া গ্রামবাসী এ প্রতিযোগিতার আয়োজন করে।

কালিয়া ইউপি চেয়ারম্যান কামরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. জোয়াহেরুল ইসলাম। উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম খান প্রতিযোগিতার উদ্বোধন করেন। ছয়টি দলে (গ্রæপে)  দেশের বিভিন্ন জেলা থেকে আসা ৩২টি ঘোড়া প্রতিযোগিতায় অংশ নেন। আকর্ষনীয় এ প্রতিযোগিতা দেখতে সখীপুরসহ আশপাশের উপজেলার প্রায় ১০ হাজার লোকের সমাগম ঘটে।

‘দাপট দৌড়ে’ ১ নম্বর দলে প্রথম হয়েছেন ঢাকার বাকপ্রতিবন্ধী শফিকুল ইসলাম, দ্বিতীয় হয়েছেন শেরপুরের ইলিয়াস, ২নম্বর দলে প্রথম হয়েছেন সখীপুরের নলুয়া গ্রামের বেলাল হোসেন, দ্বিতীয় উপজেলার ইছাদিঘী গ্রামের ফজল মিয়া এবং ৩ নম্বর দলে প্রথম হয়েছেন গাজীপুরের সোহরাব আলী ও দ্বিতীয় সখীপুরের নলুয়ার ফরিদুল ইসলাম।

‘কদম দৌড়ে’ ১ নম্বর দলে প্রথম গাজীপুরের শ্রীপুরের জৈনাবাজার এলাকার আজহার আলী, দ্বিতীয় উপজেলার ইছাদিঘী গ্রামের সুমন মিয়া, ২ নম্বর দলে প্রথম উপজেলার রতনপুরের ধলা মিয়া, দ্বিতীয় শেরপুরের ইলিয়াছ এবং ৩ নম্বর দলে প্রথম টাঙ্গাইলের রসুলপুরের মোন্তাজ আলী, দ্বিতীয় হয়েছেন উপজেলার ইছাদিঘী গ্রামের সুমন মিয়া। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি প্রথম বিজয়ীর হাতে ২১ ইঞ্চি টেলিভিশন ও দ্বিতীয় বিজয়ীর হাতে ১৪ ইঞ্চি টেলিভিশন তুলে দেন।

Related Articles

Close