ক্রিকেটক্রিকেটখেলাধূলাসর্বশেষ নিউজ
কৌশিকের জন্মদিন কখনো ঘটাও করে পালন করা হয়নাঃ হামিদা মর্তুজা
নিউজরুমবিডি স্পোর্টস ডেস্কঃ আজকের এই দিনে নড়াইল শহরের মহিষখোলায় জন্মগ্রহণ করেন বাংলাদেশ ক্রিকেট দলের সর্বকালের সেরা অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। বাংলাদেশ ক্রিকেট দলের এবং দলের বাইরের মহান এই মানুষটি আজকে ৩৩ বছরে পদার্পন করলেন।
তবে অন্যান্যদের মত জন্মদিন পালন করেন না দেশসেরা অধিনায়ক। প্রতিদিনের ন্যায় নিজের জন্মদিনটা পার করেন মাশরাফি বিষয়টির সত্যতা স্বীকার করেন তার জন্মদাত্রী মাতা হামিদা মর্তুজা বলাকা। তিনি বলেন মাশরাফি খুবই বন্ধুপ্রিয় স্বভাবের, আড্ডাপ্রিয় এবং বিনয়ী সাদা মনের মানুষ।
মাশরাফির জন্মদিন প্রসঙ্গে তার গর্বিত মা হামিদা মর্তুজা বলাকা বলেন, ‘১৯৮৩ সালের ৫ অক্টোবর সকাল ৮টার দিকে আমার বাবার বাড়ি নড়াইল শহরের আদালতপুরে জন্মগ্রহণ মাশরাফি। সেইদিনটি ছিল মঙ্গলবার। তবে, জন্মের আগে জানতাম না, আমার ছেলে হবে না মেয়ে হবে। ও (মাশরাফি) ভূমিষ্ঠ হওয়ার পরেই ছেলে সন্তানের মুখ দেখলাম।’
মাশরাফির মা আরো বলেন, ‘ছোটবেলা থেকে আমরা ওকে (মাশরাফি) ‘কৌশিক’ বলে ডাকি। পরিবারসহ নড়াইলবাসীর কাছে ‘কৌশিক’ নামেই সমধিক পরিচিত বিশ্ববাসীর ‘মাশরাফি’। তবে, আমাদের কৌশিকের জন্মদিন কখনো ঘটাও করে পালন করা হয়নি। ওর যখন এক বছর বয়স, তখন কেক কেটে জন্মদিন পালন করা হলেও পরবর্তিতে আর কখনো সেভাবে পালন করা হয়নি। এখন, এতিম ও দুঃখী মানুষের মাঝে খাবার, টাকা-পয়সা দেয়ার মধ্য দিয়ে কৌশিকের জন্মদিন পালন করা হয়।’