বাংলাদেশসর্বশেষ নিউজ

সখীপুরে নিরবিচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে বিক্ষোভ, সড়ক অবরোধ

kachua 1সিরাজুস সালেকীন সিফাত, সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে নিরবিচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করে কচুয়া বাজার বণিক সমিতি ও গ্রামবাসী। আজ বুধবার সখীপুর-সাগরদিঘী সড়কে উপজেলার কচুয়া বাজারে বিক্ষোভকারীরা সকাল সাড়ে আটটা-দুপুর ১২টা পর্যন্ত এ কর্মসূচি পালন করে। এ সময় সড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।

খবর পেয়ে উপজেলা চেয়ারম্যান শওকত শিকদার, ইউএনও এস এম রফিকুল ইসলাম ও পিডিবি’র নির্বাহী প্রকৌশলী (বিক্রয় ও বিতরণ) মো. শাহাদত হোসেন ঘটনাস্থলে গিয়ে নিয়মিত বিদ্যুৎ সরবরাহের আশ্বস্ত করলে বিক্ষোভকারীরা অবরোধ তুলে নেন।

kachua 2গত দুই মাস ধরে ওই এলাকায় ২৪ ঘন্টার মধ্যে দুই ঘন্টা বিদ্যুৎ সরবরাহ থাকায় পানির অভাবে ইরি-বোরো ফসল ক্ষতিগ্রস্ত ও জমি ফেঁটে যাওয়া, পোলট্রি খামারে মুরগির বাচ্চা মরে যাওয়াসহ টিভি ও ফ্রিজ বন্ধ থাকায় তারা এ কর্মসূচি পালন করেন।

পোলট্রি খামারি ও কচুয়া বাজারের ব্যবসায়ী মো. শাহজাহান মিয়া বলেন, প্রতি ২৪ ঘন্টায় মাত্র দুই ঘন্টা বিদ্যুৎ থাকলেও ভোল্ডেজ থাকে না। ফলে মরে যাচ্ছে খামারের মুরগির বাচ্চা, ইরি-বোরো ফসল। ফ্যান ঘুরে না, ভাল্ব জ্বলে মিটিমিটি। ক্ষতিগ্রস্ত হচ্ছে পোলট্রি খামারি, গভীর নলকুপের মালিক ও প্রান্তিক চাষিরা।

কচুয়া গ্রামের গভীরনলকুপের মালিক সানোয়ার হোসেন জানান, স্কীমে পানি দিতে না পারায় জমির ফসল মরে যাচ্ছে। মাটিও ফেঁটে চৌচির হচ্ছে।

Related Articles

Close