বাংলাদেশসর্বশেষ নিউজ

প্রস্তাবিত শিক্ষা আইনের ৭টি উপধারা সংশোধনের দাবিতে টাঙ্গাইলে পুস্তক ব্যবসায়ীদের মানববন্ধন

postok tangail 18.4টাঙ্গাইল প্রতিনিধি: প্রস্তাবিত শিক্ষা আইন ২০১৬ এর ৭টি উপধারা সংশোধনের দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি টাঙ্গাইল জেলা শাখার উদ্যোগে সোমবার সকাল সাড়ে ১১টায় স্থানীয় শহীদ মিনার প্রাঙ্গণে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

জানা যায়, শিক্ষা মন্ত্রণালয় শিক্ষা বিষয়ক বিভিন্ন ধারা ও উপ-ধারা পরিবর্তনের দাবীতে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি টাঙ্গাইল জেলা শাখার আহবায়ক খন্দকার আবু হানিফ, সদস্য সচিব মোর্শেদ আলী খানসহ সমিতির জেলা ও উপজেলার বিভিন্ন নেতৃবৃন্দ ও সদস্যরা। এ দাবীতে পুস্তক ব্যবসায়ীরা ২৪ ঘন্টা দোকান বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন।

Related Articles

Close