বাংলাদেশরাজনীতিসর্বশেষ নিউজ

সাতরাস্তা-মগবাজার ফ্লাইওভারের আংশিক উদ্বোধন

flyoverনিজস্ব প্রতিবেদক, নিউজরুমবিডি.কম: আজ বুধবার আংশিকভাবে উদ্বোধন করা হয়েছে রাজধানীর মগবাজার-মৌচাক ফ্লাইওভার। সাতরাস্তা-মগবাজার অংশের এই ২.১১ কিলোমিটার ফ্লাইওভার যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হয়।

বেলা পৌনে ১১টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাতরাস্তা-মগবাজার ফ্লাইওভারের তেজগাঁও-হলি ফ্যামিলি অংশের ফলক উন্মোচন করেন।

প্রকল্প পরিচালক নাজমুল আলম জানান, নির্মাণাধীন সাতরাস্তা-মগবাজার পুরো ফ্লাইওভার তিন ধাপে চালু হওয়ার কথা রয়েছে। বাংলামোটর থেকে মৌচাক অংশ আগামী জুনে খুলে দেওয়া হবে। আর বাকি অংশটুকু ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যে খুলে দেওয়ার জন্য সব ধরনের চেষ্টা করা হচ্ছে।

চার লেনবিশিষ্ট এ উড়ালসড়কে উঠা-নামার জন্য তেজগাঁওয়ের সাতরাস্তা, সোনারগাঁও হোটেল, মগবাজার, রমনা (হলি ফ্যামিলি হাসপাতাল সংলগ্ন রাস্তা), বাংলামোটর, মালিবাগ, রাজারবাগ পুলিশ লাইনস ও শান্তিনগর মোড়ে লুপ বা র‌্যাম্প রাখা হয়েছে।

Tags

Related Articles

Close