ক্যাম্পাসবাংলাদেশসর্বশেষ নিউজ
টাঙ্গাইলের সখীপুরে প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে মানববন্ধন
মুক্তার হাসান, টাঙ্গাইল প্রতিনিধি ।। টাঙ্গাইলের সখীপুর উপজেলার কেজিকে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মীর বেলাল হোসেনের অপসারণ এবং তাঁর সন্ত্রাসী কর্মকান্ডের শাস্তির দাবিতে মানববন্ধন সমাবেশ করেছে শিক্ষার্থী অভিভাবক ও এলাকাবাসী।
সোমবার সকালে বিদ্যালয় ক্যাম্পাসে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন শেষে সমাবেশে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সহকারী কমান্ডার মো.শামছুল হক, গজারিয়া ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার হাফিজ উদ্দিন মেলেটারী, মুক্তিযোদ্ধা মজিবুর রহমান, মো.কামাল হোসেন, মশিউর রহমান প্রমুখ উপস্থিত থেকে বক্তব্য দেন। বক্তারা অবিলম্বে প্রধান শিক্ষকের অপসারণ ও শাস্তির দাবি করেন।
প্রসঙ্গত: গত শনিবার বিদ্যালয় মাঠে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে প্রধান শিক্ষক বেলাল হোসেনের ভাগ্নে আপন আহমেদের সঙ্গে বিশ্ববিদ্যালয় পড়–য়া আরিফুল ইসলাম শিশিরের হাতাহাতির ঘটনা ঘটে। ঘটনাটি মীমাংসার জন্যে প্রধান শিক্ষক রবিবার দুপুরে শিশির, অমিত জাহিদী হিমেল, উজ্জ্বল ও শরীফকে বিদ্যালয়ের অফিস কক্ষে ডেকে আনে। পরে আপন আহমেদের নেতৃত্বে একদল যুবক অফিস কক্ষে ঢুকে ওই চার শিক্ষার্থীকে বেধড়ক পিটুনি দেয়।
এ বিষয়ে প্রধান শিক্ষক মীর বেলাল হোসেন তাঁর বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করে বলেন, বিষয়টি আমাদের বিদ্যালয়ের নয়। ছাত্র-ছাত্রীদের ভুল বুঝিয়ে আমার বিরুদ্ধে অবস্থান নেওয়ার চেষ্টা করা হচ্ছে। এ ঘটনায় আমার কোন হাত নেই।