বাংলাদেশসর্বশেষ নিউজ

বার্সেলোনায় গিয়ে দেশের ডিজিটাল সম্ভাবনার কথা শোনালেন তারানা

প্রযুক্তি প্রতিবেদক, নিউজরুমবিডি.কম: ডিজিটাল ভবিষ্যৎ প্রজন্ম তৈরির ক্ষেত্রে মোবাইল ব্যবহার এবং মোবাইল ফোনের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করে কীভাবে বাংলাদেশের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন সম্ভব- তা নিয়ে স্পেনের বার্সেলোনায় বক্তব্য দিলেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।

বুধবার বার্সোলোনায় মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে অংশ নিয়ে বিভিন্ন আলোচনায় এসব কথা জানিয়েছেন তারানা হালিম।

জানা গেছে, প্যানেল আলোচনায় তারানা হালিম বলেন, ২০০৯ সালে মোবাইল ফোন ব্যবহারকারী ৩৫ শতাংশ থেকে বর্তমানে ৮৪ শতাংশ, ইন্টারনেট ৫ শতাংশ থেকে ৩৪ শতাংশ হয়েছে। মোট মোবাইল গ্রাহকের ৩০ শতাংশই স্মার্টফোন ব্যবহার করছেন।

বিভিন্ন পদক্ষেপের কারণে বাংলাদেশের নাগরিকের জন্য ই-কমার্স, ই-গভর্নমেন্ট ছাড়াও কৃষি, স্বাস্থ্য সেবা, শিক্ষা ক্ষেত্রে মোবাইল ও ইন্টারনেটের ব্যবহার বাড়ছে। সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়তে টেলিকম সেক্টর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

প্রতিমন্ত্রী অপর এক আলোচনায় বলেন, ডাকঘরগুলোকে ডিজিটাল সেন্টারে রূপান্তর করা হবে। সেখানে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। ৪ হাজার ৭০০ ডিজিটাল তথ্য সেবা কেন্দ্র আছে যেগুলো ভর্তি, চাকরি, টিকিট বুকিংসহ বিভিন্ন সেবা দিচ্ছে। ডিজিটাল কানেকটিভিটির মাধ্যমে আমরা সক্ষমতা অর্জন করতে চাই।

Related Articles

Close