ক্যাম্পাসবাংলাদেশসর্বশেষ নিউজ
পরীক্ষা দিতে পারছে না রাবির আইন বিভাগের অর্ধশতাধিক শিক্ষার্থী!
এ সময় তাঁদের হাতে স্লোগান লেখা একাধিক প্লাকার্ড দেখা যায়।
অবস্থানরত একাধিক শিক্ষার্থীর নিকট থেকে জানা যায়, তারা ক্যাম্পাসে নতুন এসে কিছুই বুঝার আগেই একটি বছর কেটে যায়। তারা এ বিষয়ে লজ্জিত।।তারা আরও বলেন,তাদেরকে সন্তান মনে করে যেন শিক্ষকরা তাদেরকে পরীক্ষায় অংশ নিতে দেন।
এ বিষয়ে জানতে চাইলে আইন বিভাগের সভাপতি নাসের মো.ওয়াহিদ বলেন, বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী ৭৫ পার্সেন্ট উপস্থিত থাকলে একজন শিক্ষার্থী পরীক্ষা দিতে পারবে। কিন্তু কোনো কারণবশত ৭৫ পার্সেন্টসের কম হলে ওই শিক্ষার্থীকে ৫০০ টাকা জরিমানা দিয়ে পরীক্ষা দিতে হবে। কিন্তু তা যদি ৬০ পার্সেন্টস এর নিচে হয়,ওই শিক্ষার্থী আইন অনুযায়ী পরীক্ষা দিতে পারবে না।
আইন বিভাগের অধিকর্তা বিশ্বজিৎ চন্দ্র বলেন, এটা পুরোটাই একাডেমিক সিদ্ধান্ত। আর বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী একজন ছাত্রের ক্লাসে উপস্থিতি ৬০ পার্সেন্টস এর কম হলে পরীক্ষা দিতে পারবে না।