বাংলাদেশরাজনীতিসর্বশেষ নিউজ
ইউপি নির্বাচনে তৃনমূল নেতারাই বাছাই করবে দলীয় প্রার্থী: রুহুল কবির রিজভী
নিউজরুমবিডি.কম: আগামী ২২ মার্চ থেকে শুরু হতে যাওয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে এরই মধ্যে কাজ শুরু করে দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। তারই অংশ হিসেবে আজ শুক্রবার বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে বিএনপি।
সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, ইউনিয়ন পরিষদ(ইউপি) নির্বাচনে দলীয় প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে স্থানীয় নেতাদের সুপারিশকেই প্রাধান্য দেয়া হবে।
রিজভী বলেন, ‘বিএনপি সিদ্ধান্ত নিয়েছে ইউপি নির্বাচনে মনোনয়নের ক্ষেত্রে ইউপি বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক এবং উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক- এই মোট পাঁচ জন মিলে প্রার্থীর নাম অনুমোদন করার জন্য কেন্দ্রে সুপারিশ করবে।’
এরই মধ্যে নির্বাচন কমিশন প্রথমবারের মতো রাজনৈতিক দল ও তাদের প্রতীকে অংশগ্রহণের সুযোগ রেখে ২২ মার্চ থেকে সারাদেশে ইউনিয়ন পরিষদের ভোটের তফসিল ঘোষণা করেছে। ছয় ধাপে ৪২৭৯ ইউনিয়নে স্থানীয় সরকারের এ নির্বাচনের প্রথম ধাপে ৭৫২ ইউপির ভোট হবে ২২ মার্চ।