ক্রিকেটক্রিকেটখেলাধূলা

উইজডেন ইন্ডিয়ার স্বীকৃত পাওয়া বড় সন্মানেরঃ মাশরাফি

Mashrafeeজেড.আই জহিরঃ উইজডেনের ইন্ডিয়ার স্বীকৃতি পাওয়া বড় সন্মানের, বলে দাবী করেছেন মাশরাফি বিন মর্তুজা। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে ও টি-টুয়েন্টি অধিনায়ক মনে করেন বাইরে থেকে কোন পুরষ্কার পাওয়া মানে দেশের ভাবমূর্তীকে আলোকিত করা। শনিবার আনুষ্ঠানিকভাবে উইজডেন ইন্ডিয়ায় নিজের নাম জানার পর এসব কথা বলেন মাশরাফি।

উইজডেন ইন্ডিয়া ২০১৪-১৫ সালের সেরা খেলোয়াড়ের তালিকায় নিজের নাম লেখান মাশরাফি বিন মর্তুজা। এবার তিনি একমাত্র বাংলাদেশী হিসেবে “উইজডেন ইন্ডিয়া আলমানাক-২০১৬” তে প্রতিনিধি করছেন। শুক্রবার ভারতের জয়পুরে সাহিত্য উৎসবের দ্বিতীয় দিনে “উইজডেন ইন্ডিয়া আলমানাক-২০১৬” এর মোড়ক উন্মোচন করা হয়। উইজডেন ইন্ডিয়ায় চতুর্থ সংস্করণের মোড়ক উন্মোচন করেন ভারতীয় ক্রিকেট দলের সাবেক টেস্ট অধিনায়ক অনিল কুম্বলে ও ভারতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক বাইচুং ভাটিয়া। এই সংস্করনে সম্পাদনা করেন সুরেশ মেনন।

উইজডেন ইন্ডিয়ায় নিজের নাম আনুষ্ঠানিকভাবে জানার পর মাশরাফি তার প্রতিক্রিয়া জানান, “সত্যি বলতে আমি বা আমরা কেউ কোন স্বীকৃতির জন্য খেলি না। কিন্তু কোন কিছুর জন্য স্বীকৃতি পেলে সব সময়ই ভালো লাগে এবং খেলার প্রবণতা বেড়ে যায়। আর খুব আনন্দ লাগে যখন সেটা হয় দেশের বাইরের কোন পুরষ্কার। তখন মনে হয় এবার বুঝি দলের ও দেশের জন্য কিছুটা হলেও অবদান রাখতে পেরেছি। আমি মনে করি নিজের জন্য যেমন, দেশের জন্যই এটি সম্মানের।”

মাশরাফি ছাড়াও এবারের উইজডেন ইন্ডিয়াতে নিজেদের নাম অন্তর্ভুক্তি করেছেন ভারতের রবিচন্দ্রন অশ্বিন, বিনয় কুমার, পাকিস্তানের ইউনুস খান, শ্রীলংকার ধাম্মিকা প্রাসাদ এবং ইংল্যান্ডের জো রুট। এই ছয় ক্রিকেটারকে ২০১৪-১৫ মৌসুমের তারকা খেলোয়াড় হিসেবে আখ্যায়িত করা হয়।

বর্ষসেরায় বাকি সঙ্গীদের নাম দেখেও বেশ রোমাঞ্চিত বাংলাদেশ অধিনায়ক। তাদের ব্যাপারে তিনি বলেন, “ইউনুস খান সবসময় পাকিস্তানের গ্রেট ব্যাটিং করে, বিশেষ করে টেস্টে অসাধারণ ফর্মে আছে সাম্প্রতিক বছরগুলোয়। জো রুট সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যান। অশ্বিন দারুণ ফর্মে আছে। প্রসাদ তো ইংল্যান্ডে টেস্ট সিরিজ জিতিয়ে দিল শ্রীলঙ্কাকে। এই পারফর্মারদের সঙ্গে থাকতে পেরেছি মানে হয়ত নিজেও কিছুটা করতে পেরেছি। ভালো লাগছে।”

উল্লেখ্য উইজডেন ইন্ডিয়ায় বাংলাদেশী ক্রিকেটারদের নাম লেখানে প্রথম নয়। গতবছর এই সাময়িকীতে স্থান পেয়েছিলেন মুমিনুল হক। ২০১৪ সালে ছিলেন টাইগার টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম। তার আগের বছরে এই তালিকায় নাম লেখান সাকিব আল হাসান।

Tags

Related Articles

Close