ক্রিকেটক্রিকেটখেলাধূলা

টাইগারদের জয়ের দিনে হেরেছে ভারত-পাকিস্তান

Bangladesh-India-Pakistanজেড.আই জহিরঃ বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের জয়ের দিনে হেরেছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ভারত ও পাকিস্তান। সফরকারী জিম্বাবুয়েকে ৪২ রানে হারিয়ে চার ম্যাচ টি-টুয়েন্টি সিরিজে ২-০ তে এগিয়ে গেল টাইগাররা। দিনের অপর টি-টুয়েন্টি ম্যাচে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন পাকিস্তান বর্তমান রানার্সআপ নিউজিল্যান্ডের কাছে হেরেছে ১০ উইকেটের বিশাল ব্যবধানে। ফলে তিনম্যাচ টি-টুয়েন্টি সিরিজে ১-১ সমতা পাকিস্তান-নিউজিল্যান্ডের। অপরদিকে দিনের একমাত্র ওয়ানডে ম্যাচে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ভারত হেরেছে ৩ উইকেটে। বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার কাছে শুধু ম্যাচ নয় পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজও হেরেছে ধোনী বাহিনী।

রবিবার তিন ভিন্ন ভিন্ন ভেন্যুতে মাঠে নামে এশিয়ার তিন পরাশক্তি ভারত পাকিস্তান ও বাংলাদেশের টাইগাররা। ভারত ও পাকিস্তান তাদের কাঙ্খিত জয় না পেলেও নিজের জয় পেতে বিন্দু মাত্র পিছপা হননি মাশরাফি বাহিনী। শুধু জয় নয় বিপরীতে চারম্যাচ টি-টুয়েন্টি সিরিজে ২-০ তে এগিয়ে টাইগাররা।

রোববার খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে সাব্বির রহমানের অলরাউন্ড নৈপুণ্যে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতেও জিম্বাবুয়েকে ৪২ রানে হারিয়েছে বাংলাদেশ। টাইগারদের দাপুটে জয়ে চার ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেছে মাশরাফি বিন মুর্তজার দল। টসে জয়ে আগে ব্যাট করে ৩ উইকেটে ১৬৭ রানের লড়াকু পুঁজি গড়ে বাংলাদেশ। জবাবে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১২৫ রানের বেশি করতে পারেনি জিম্বাবুয়ে। ব্যাট হাতে ৩০ বলে অপরাজিত ৪৩ রানের পর হাত ঘুরিয়ে ৩ উইকেট নিয়ে বাংলাদেশের জয়ের নায়ক সাব্বির রহমান। ম্যাচসেরার পুরস্কারটা তাই তার হাতেই উঠেছে। মুস্তাফিজ ১৯ রানে নেন ২ উইকেট। এছাড়া মাশরাফি, শুভাগত ও আল-আমিনের ঝুলিতে জমা পড়ে একটি করে উইকেট।

হ্যামিল্টনে নিউজিল্যান্ড-পাকিস্তান তিন ম্যাচ টি-টুয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানকে ১০ উইকেটে হারিয়ে সিরিজে সমতায় ফিরলো স্বাগতিক নিউজিল্যান্ড। হ্যামিল্টনের সিডন পার্কে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন পাকিস্তানের অধিনায়ক শহীদ আফ্রিদি। ২০ ওভারে ৭ উইকেটে ১৬৮ রান তোলে পাকিস্তান। আকমল সর্বোচ্চ ২৭ বলে ৫৬ রান করে অপরাজিত থাকেন। নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ দুটি উইকেট নেন মিচেল ম্যাকক্লেনাঘান। এছাড়া একটি করে উইকেট নেন স্যান্টনার, কোরি অ্যান্ডারসন, অ্যাডাম মিলনে ও গ্র্যান্ট এলিয়ট। জবাবে দুই ওপেনার গাপটিল ও উইলিয়ামসনের অবিচ্ছিন্ন ১৭১ রানের জুটিতে ১৪ বল বাকি থাকতেই জয় নিশ্চিত করে নিউজিল্যান্ড। গাপটিল ৫৮ বলে ৯টি চার ও ৪টি ছক্কার সাহায্যে অপরাজিত ৮৭ রান করেন। আর উইলিয়ামসন ৪৮ বলে ১১টি চারে ৭২ রানে অপরাজিত থাকেন। এই জয়ে তিন ম্যাচ সিরিজে ১-১ সমতা এনেছে স্বাগতিক নিউজিল্যান্ড।

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে টসে জয়লাভ করে ভারত কে প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানায় অস্ট্রেলিয়া। ভারতীয় টেস্ট অধিনায়ক বিরাট কোহলির সেঞ্চুরির উপর ভর করে ৬ উইকেট হারিয়ে ২৯৫ রানের চ্যালেঞ্জিং স্কোর দাড় করায় সফরকারীরা। ভারতের পক্ষে কোহলি ১১৭ রান, ধাওয়ান ৬৮ ও রাহানে ৫০ রান করেন। অজিদের পক্ষে হাস্টিং ৪টি ও রিচার্ডসন ১টি উইকেট নেন। ২৯৬ রানের জবাবে ব্যাট করতে নেমে ৭ উইকেট ও ৭ বল বাকি থাকতেই কাঙ্খিত জয় তুলে নেয় স্বাগতিকরা। অজিদের পক্ষে শন মার্শ ৬২ ও গ্ল্যান ম্যাক্সওয়েল ম্যাচ সেরা ৯৬ রানের ইনিংস খেলেন। ভারতের হয়ে ইশান্ত, যাদব ও জাদেজা ২টি করে উইকেট লাভ করেন। পাঁচম্যাচ ওয়ানডে সিরিজে ৩-০ ব্যবধানে এগিয়ে স্বাগতিক অস্ট্রেলিয়া।

Tags

Related Articles

Close