জেড.আই জহিরঃ আসন্ন বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে টি-টুয়েন্টি ক্রিকেট সিরিজের টাইটেল স্পন্সর হয়েছে “ওয়ালটন”। সিরিজের টাইটেল স্পনসর পাওয়ার্ড বাই মার্সেল। বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
মঙ্গলবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।সংবাদ সম্মেলন শেষে আসন্ন বাংলাদেশ-জিম্বাবুয়ে ক্রিকেট সিরিজের টাইটেল স্পন্সরের নাম ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বাংলাদেশ-জিম্বাবুয়ে ক্রিকেট সিরিজের টাইটেল স্পন্সরের সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস, বিসিবির পরিচালক ও মার্কেটিং এন্ড কমার্সিয়াল চেয়ারম্যান কাজী এনাম আহমেদ, এক্সিম টেকনোলজির স্বত্বাধিকারী রিজওয়ান বিন ফারুক, ওয়ালটনের এক্সিকিউটিভ ডিরেক্টর এসএম জাহিদ হাসান এবং ওয়ালটনের অপারেটিভ ডিরেক্টর উদয় হাকিম।
সোমবার স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে চারটি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলতে ঢাকায় পৌছছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। গতকাল বিকাল ৫টা ৩০ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের ইকে ৫৮৬ ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামে এলটন চিগুম্বুরার দল। আজ খুলনার উদ্দেশ্যে ঢাকা ছাড়ার কথা রয়েছে ডেভ হোয়াটমরের শীর্ষদের।
দ্বিপাক্ষিক সিরিজের সফরসূচী অনুযায়ী আগামী ১৫ জানুয়ারি বাংলাদেশের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে হেভ হোয়াটমরের শীর্ষরা। এরপর ১৭, ২০ ও ২২ জানুয়ারি দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচে স্বাগতিক বাংলাদেশের মুখোমুখি হবে এল্টন চিগুম্বুরার দল। দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ শেষে আগামী ২৩ জানুয়ারি ঢাকা ছাড়ার কথা রয়েছে জিম্বাবুয়ে ক্রিকেট দলের। সফরের সকল ম্যাচ অনুষ্ঠিত হবে খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে এবং ম্যাচগুলো শুরু হবে বিকাল তিনটা থেকে।