আন্তর্জাতিকখেলাধূলা

তৃতীয় দিন শেষে ভারতের সংগ্রহ ৪৬২/৬ (১০৩.৩)

স্পোর্টস ডেস্ক,নিউজরুমবিডি.কম: নারায়ণগঞ্জের খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে বাংলাদেশ বনাম ভারতের খেলার ১ম দিনের খেলা বৃষ্টির কারণে ২৩.৩ ওভারের পর আর মাঠে গড়ায়নি। প্রথম দিন শেষে ভারতের সংগ্রহ ছিল বিনা উইকেটে ২৩৯ রান।

দ্বিতীয় দিন বৃষ্টির কারণে কোন বলই মাঠে গড়াতে পারেনি।  দ্বিতীয় দিনে খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়।

আর তৃতীয় দিন বৃষ্টির বাধায় খেলা হয়েছে মাত্র ৪৭.৩ ওভার।

তৃতীয় দিন শেষে ভারতের সংগ্রহ ১০৩ ওভার ৩ বলে ৬ উইকেট হারিয়ে ৪৬২ রান। শনিবার সকালে চতুর্থ দিনের খেলায় ভারতের পক্ষে ব্যাট করতে মাঠে নামবেন রবিচন্দ্রন অশ্বিন এবং হরভজন সিং।

এর আগে উদ্বোধনী ব্যাটসম্যান শিখর ধাওয়ান এবং রোহিত শর্মার উইকেট শিকার করেন সাকিব আল হাসান। সাকিবের বলে তার হাতেই ক্যাচ দিয়ে ফিরে যাওয়ার আগে শিখর ধাওয়ান ১৯৫ বলে ১৭৩ রানের ইনিংস খেলেন। রোহিত ৯ বলে ৬ রান করে সাকিবের বলে বোল্ড হন। ১৫০ রান করা মুরালি বিজয়কে এলবিডাব্লিউ’ এর ফাঁদে ফেলে নিজের তৃতীয় শিকার লাভ করেন সাকিব আল হাসান। সাকিব আল হাসানের চতুর্থ শিকার ১০৩ বলে ৯৮ রান করা রাহানে  বোল্ড হয়ে ফিরে যান। আর ঋদ্ধিমান সাহা ব্যক্তিগত ৬ রান করে জুবায়ের হোসেইনের বলে বোল্ড হন।  ভারতের অধিনায়ক বিরাট কোহলি ২২ বলে ১৪ রান করে জুবায়ের হোসেনের বলে বোল্ড হয়ে ফিরে যান।

Related Articles

Close