বাংলাদেশরাজনীতিসর্বশেষ নিউজ

পৌরসভা নির্বাচন: সেনা মোতায়েনের দাবি এনপিপি’র

nppনিউজরুমবিডি.কম: আসন্ন পৌর নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের দাবি জানিয়েছেন ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান শওকত হোসেন নিলু।

শুক্রবার সিলেট জেলা প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এমন দাবি জানান নিলু।

এনপিপি চেয়ারম্যান শওকত হোসেন নিলু বলেন, “নির্বাচন কমিশনকে সতর্ক হতে হবে। আমাদের প্রার্থীরা বাধার সম্মুখীন হচ্ছেন। এমনকি মনোনয়নের টাকা পর্যন্ত জমা দিতে পারেননি কয়েকজন প্রার্থী।”

মতবিনিময় সভায় নিলু জানান, এনপিপি থেকে এবার পৌরসভা নির্বাচনে আম প্রতীক নিয়ে সিলেটে তিনজনসহ দেশে ১৯ জন মেয়র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে সিলেটে একমাত্র মেয়র প্রার্থী শায়েস্তাগঞ্জ পৌরসভায় খালেদা ইসলাম, মৌলভীবাজারে সৈয়দ সুজাত আলী ও হবিগঞ্জে আব্দুল কাদির।

তিনি নির্বাচনী এলাকাগুলোয় ২৫ ডিসেম্বরের মধ্যে সেনা মোতায়েনের দাবি জানান।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন দলের মহাসচিব মুক্তিযোদ্ধা আব্দুল হাই ম-ল, তৃণমূল ন্যাপ ভাসানীর সভানেত্রী পারভীন নাসের খান ভাসানী, এনপিপির প্রেসিডিয়াম সদস্য বালুল সরদার চাখারী, সালমা রহমান, যুগ্ম মহাসচিব সৈয়দ মাহমুদুল হক আসাদ, ঢাকা মহনগর এনপিপি নেতা মনিরুল ইসলাম।

Tags

Related Articles

Close