ক্রিকেটক্রিকেটখেলাধূলাসর্বশেষ নিউজ
বিপিএল চ্যাম্পিয়ন কুমিল্লা : মাশরাফির হ্যাটট্রিক শিরোপা
ক্রীড়া প্রতিবেদক, নিউজরুমবিডি.কম: শ্বাসরুদ্ধকর ফাইনাল ম্যাচে জয় পেয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
মঙ্গলবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে নানা নাটকীয়তায় শেষ বল পর্যন্ত গড়ানো ম্যাচে বরিশাল বুলসকে ৩ উইকেটে হারিয়ে শিরোপা জিতেছে মাশরাফির কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
শুরুতে টস জিতে প্রতিপক্ষ দল বরিশাল বুলসকে ব্যাটিং এ আমন্ত্রণ জানান কুমিল্লা ভিক্টোরিয়ান্স অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। ব্যাটিং এ নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৫৬ রান সংগ্রহ করে বরিশাল বুলস। ব্যাট করতে নেমে ৬৮ রান তুলতেই ৩ উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় বরিশাল। কিন্তু মাহমুদউল্লাহ রিয়াদ ও শাহরিয়ার নাফীসের ব্যাটিং দৃঢ়তায় স্কোরকে ১৪৯ পর্যন্ত টেনে নেন তারা। ইনিংসের শেষ ওভারে ব্যক্তিগত ৪৮ রানে মাহমুদউল্লাহ রিয়াদ আউট হয়ে গেলেও শেষ পর্যন্ত নাফীস ৪৪ ও কেভিন কুপার ৭ রানে অপরাজিত থাকেন। এ ছাড়া মেহেদী মারুফ ১১, সেকুজি প্রসন্ন ৩৩ ও সাব্বির রহমান ৯ রান করেন।
কুমিল্লার পক্ষে বল হাতে মাশরাফি, জায়িদি, কুলাসেকারা ও স্টিভেন্স ১টি করে উইকেট নেন।
জয়ের জন্য ১৫৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে নানা নাটকীয়তার মধ্য দিয়ে টার্গেটে পৌছতে পারে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ২০তম ওভারের প্রথম বলে শুভাগত হোম আউট হয়ে গেলে ম্যাচটি কঠিন হয়ে যায় কুমিল্লার জন্য। কিন্তু অভিজ্ঞ ব্যাটসম্যান অলক কাপালির ব্যাটিং দৃঢ়তায় রোমাঞ্চকর ফাইনালে রুদ্ধশ্বাস জয় পায় কুমিল্লা। ব্যাট হাতে কুমিল্লার হয়ে সর্বোচ্চ ৫৩ রানের ইনিংস খেলেন ইমরুল কায়েস। অপরাজিত ৩৯ রান করেন কাপালি। ৩০ রান আসে আহমেদ শেহজাদের ব্যাট থেকে।
বল হাতে কুমিল্লার কেভিন কুপার ও মাহমুদউল্লাহ ২টি করে উইকেট নেন। ১টি উইকেট নেন মোহাম্মদ সামি।
বিপিএলের প্রথম ও দ্বিতীয় আসরে ঢাকা গ্ল্যাডিয়েটর্সের নেতৃত্ব দেয়া মাশরাফি তৃতীয় বারের মতো বিপিএলের চ্যাম্পিয়ান ট্রফি গ্রহণ করলেন। দ্বিতীয় আসরের ফাইনালেও মুখোমুখি হয়েছিলেন মাশরাফি বিন মর্তুজা ও মাহমুদউল্লাহ রিয়াদ। সে ম্যাচে মাশরাফির হাতেই উঠেছিল বিপিএলের শিরোপা। এবারও মাহমুদউল্লাহ রিয়াদকে হারিয়ে বিপিএলের তৃতীয় শিরোপা তুলে নিলেন মাশরাফি।
ম্যাচসেরা নির্বাচিত হন অলক কাপালি।