আন্তর্জাতিকবাংলাদেশ
ঢাকায় মমতা বন্দ্যোপাধ্যায়
নিজস্ব প্রতিবেদক, নিউজরুমবিডি.কম: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভারত সফরকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুক্রবার রাত ৮টা ৪০ মিনিটে ঢাকা পৌঁছেছেন। এয়ার ইন্ডিয়ার একটি নিয়মিত ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। বিমান বন্দরে তাঁকে স্বাগত জানান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশে আসার কয়েক ঘণ্টা আগে ঢাকা পৌঁছান তিনি। বিমানবন্দর থেকে সরাসরি রেডিসন ব্লু হোটেলে চলে যান মমতা।
শনিবার প্রধানমন্ত্রীর দপ্তরে স্থল সীমান্ত চুক্তি ও প্রটোকল অনুসমর্থনের দলিল হস্তান্তর করবেন ভারত-বাংলাদেশের প্রধানমন্ত্রী।
এই অনুষ্ঠানের পরই মমতা ঢাকা ছাড়বেন বলে আগেই জানিয়েছেন। তবে তার আগে সোনারগাঁও হোটেলে নিজের দেশের প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি।