খেলাধূলাসর্বশেষ নিউজ
জিম্বাবুয়ের বিপক্ষে প্রাথমিক স্কোয়াড ঘোষণা বিসিবির
জেড.আই জহির, নিউজরুমবিডি.কম: আসন্ন জিম্বাবুয়ের বিপক্ষে হোম সিরিজের জন্য প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
১৮ সদস্যের দলে ইনজুরির কারণে দলে জায়গা হয়নি রুবেল হোসেনের। বাদ পড়েছেন মুমিনুল হক সৌরভ। অন্যদিকে দলে ফিরেছেন উইকেট কিপার ব্যাটসম্যান এনামুল হক বিজয়, আল-আমিন হোসেন ও শফিউল ইসলাম। স্কোয়াডে নতুন মুখ কামরুল হাসান রাব্বি।
বুধবার মিরপুরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভা শেষে ১৮ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করা হয়। জিম্বাবুয়ে সিরিজকে সামনে রেখে জাতীয় দলের ক্যাম্প শুরু হবে আগামী ২৯শে অক্টেবর থেকে। আগামী ২রা নভেম্বর বাংলাদেশে পা রাখবে জিম্বাবুয়ে ক্রিকেট দল। সফরে তারা তিনটি ওয়ানডে ও দু্টি টি-টুয়েন্টি ম্যাচ খেলবে স্বাগতিক বাংলাদেশের সাথে।
সবকিছু ঠিক থাকলে নভেম্বরের ৭ তারিখ থেকে এল্টন চিগুম্বুরার নেতৃত্বে প্রথম ওয়ানডে ম্যাচে মিরপুরে স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে জিম্বাবুয়ে। এর ঠিক একদিন বাদে ৯ই নভেম্বর দ্বিতীয় ওয়ানডে ম্যাচে মাঠে নামবে উভয় দল। এরপর ১১ই নভেম্বর সিরিজের শেষ ওয়ানডেতে একই ভেন্যুতে মুখোমুখি হবে বাংলাদেশ-জিম্বাবুয়ে। এরপর একদিন বিরতির পর ১৩ ও ১৫ই নভেম্বর দুটি টি-টুয়েন্টি ম্যাচে স্বাগতিকদের মুখোমুখি হবে চিগুম্বুরা’রা। দ্বিপাক্ষিক সিরিজের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে হোম অফ ক্রিকেট খ্যাত মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। এবং সবগুলো ম্যাচেই হবে দিবা-রাত্রির।
জিম্বাবুয়ে সিরিজের জন্য প্রাথমিক স্কোয়াডঃ
মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল খান, এনামুল হক বিজয়, লিটন কুমার দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান রুম্মান, নাসির হোসেন, আরাফাত সানি, জুবায়ের হোসেন লিখন, ইমরুল কায়েস, মুস্তাফিজুর রহমান, আল আমিন হোসেন, কামরুল ইসলাম রাব্বি, শফিউল ইসলাম ও তাসকিন আহমেদ।