জাতীয়বাংলাদেশসর্বশেষ নিউজ

ঈদ যতই ঘনিয়ে আসছে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের চাপ তত বাড়ছে

মুক্তার হাসান, টাঙ্গাইল প্রতিনিধিঃ ঈদ যতই ঘনিয়ে আসছে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ঘরমুখো মানুষ ও যানবাহনের চাপ ততোই বেড়ে চলেছে। সকাল থেকে বেলা বাড়ার সাথে সাথে সড়কে বৃদ্ধি পাচ্ছে যানবাহনের চাপ। ট্রাক, মাইক্রোবাস, পিকআপভ্যানসহ বিভিন্ন ব্যক্তিগত গাড়িতে গাদাগাদি করে বাড়ি ফিরছেন ঘরমুখো মানুষ। ফলে করোনা সংক্রমণ ঝুঁকি আরও বৃদ্ধি পাচ্ছে অনিয়ন্ত্রিতভাবে।

গণপরিবহন বন্ধ থাকায় যাত্রীরা পড়েছেন চরম বিপাকে। মহাসড়কের বিভিন্ন পয়েন্টে যাত্রীরা গাড়ির জন্য অপেক্ষা করছেন। দীর্ঘ সময়েও গাড়ি না পেয়ে অনেকে হেঁটেই গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিয়েছেন।

বঙ্গবন্ধু সেতু সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সোমবার (১০ মে) ভোর ৬টা থেকে মঙ্গলবার (১১ মে) ভোর ৬টা পর্যন্ত সেতুর উপর দিয়ে ২৪ ঘন্টায় ৪১ হাজারেরও বেশি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে প্রায় আড়াই কোটি টাকা।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইয়াসির আরাফাত বলেন, মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। কোথাও যানবাহন আটকে নেই। গণপরিবহন চলাচল করতে দেখা যায়নি।

Tags

Related Articles

Close