ক্রিকেটক্রিকেটখেলাধূলাসর্বশেষ নিউজ
ট্রাম্প চাচার কমেডি মিস করবো : শেবাগ
টুইটার কি এখন ট্রাম্পের অ্যাকাউন্ট ডিলিট করে দিয়েছে
প্রেসিডেন্ট নির্বাচনে যুক্তরাষ্ট্রে ক্ষমতার বদল হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন ৭৭ বছর বয়সী ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। হোয়াইট হাউজ ছাড়তে হচ্ছে ৪ বছর ধরে বহুল আলোচিত-সমালোচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে।
গেল ০৩ নভেম্বর নির্বাচন হলেও ফল পেতে চারদিন পেরিয়ে গেছে। এই সময়টাতে নিজেকে একাধিকবার বিজয়ী ঘোষণা করলেও শেষপর্যন্ত হার ঠেকাতে পারেননি ট্রাম্প। নিজের ক্ষমতার চার বছরের মতো এই চারদিনেও ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছেন রিপাবলিক প্রেসিডেন্ট।
তার সময়ে নানা মন্তব্য করে যতটা সমালোচিত হয়েছেন, তার চেয়ে বেশি হাসির খোরাক জুগিয়েছেন তিনি। নির্বাচনে পরাজয়ের পর তাকে নিয়ে টুইট করেছেন ভারতের সাবেক ওপেনার বীরেন্দর শেবাগ। টুইটের ভাষায় বোঝা গেছে, ট্রাম্পকে নিয়ে কৌতুকই করেছেন ভিরু।
ট্রাম্পকে মিস করবেন বলে এক টুইট করে লিখেছেন, ‘আমাদেরটা এখনও আগের মতই আছে। ট্রাম্প চাচার কমেডি মিস করবো।’
শুধু শেবাগ নয়, ট্রাম্পের বিদায়ের পর সোশ্যাল মিডিয়ায় ক্রীড়াঙ্গনের আরও অনেকে সরব ছিলেন।
ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার কেভিন পিটারসেন লিখেছেন, ‘টুইটার কি এখন ট্রাম্পের অ্যাকাউন্ট ডিলিট করে দিয়েছে?’