খেলাধূলাসর্বশেষ নিউজ
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে মাশরাফি
স্পোর্টস ডেস্ক, নিউজরুমবিডি.কম: বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তারকা খেলোয়াড়, ওয়ানডে ও টি-টুয়েন্টি দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা হঠাৎ করেই ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। ফলে জাতীয় লীগের তৃতীয় রাউন্ডে তার যে মাঠে নামার সম্ভাবনা ছিল তা আর হচ্ছেনা।
গতকাল থেকেই মাশরাফি জ্বরে ভোগছিলেন। মাশরাফির জাতীয় লীগে খেলতে না পারার কথা এবং তার অসুস্থতার কথা আগেই খুলনা বিভাগীয় দলের ব্যবস্থাপক মুস্তাফিজুর রহমান বাবুলের কাছে জানিয়েছিলেন মাশরাফির স্ত্রী।
মুস্তাফিজুর রহমান বাবলু জানান, মাশরাফির স্ত্রী বৃহস্পতিবার রাতে ফোন দিয়ে জানান, মাশরাফি জ্বরে আক্রান্ত। সর্বশেষ তার গায়ে ১০৪ ডিগ্রি তাপমাত্রা ছিল। সে তৃতীয় রাউন্ডের এই ম্যাচে খেলতে পারছে না। মাশরাফির পরিবর্তে খুলনা দলে নেওয়া হয়েছে মুরাদ খানকে।
বর্তমানে রাজধানীর অ্যাপেলো হাসপাতালে ভর্তি রয়েছেন মাশরাফি। তার ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ার কথা নিশ্চিত করেছেন বিসিবির চিকিৎসক দেবাশিস চৌধুরি।