বাংলাদেশসর্বশেষ নিউজ

কালীগঞ্জে গ্যাস বড়ি দিয়ে পুকুর ভরা মাছ নিধন

মাছ চাষীর লক্ষাধিক টাকা ক্ষতি

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ ঝিনাইদহের কালীগঞ্জে আবারও পুকুরে গ্যাস বড়ি দিয়ে মাছ নিধন করেছে দূর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে কালীগঞ্জ পৌর এলাকার খয়েরতলা গ্রামের রফি বিশ্বাসের পুকুরে। এতে ওই মাছ চাষী কমপক্ষে লক্ষাধিক টাকার ক্ষতিগ্রস্থ হয়েছেন। স¤প্রতি দুর্বৃত্তরা রাতের আধারে মাছ নিধনসহ ফসলীক্ষেত কেটে নষ্ট করে দিচ্ছে।

ক্ষতিগ্রস্থ মাছ চাষী রফি বিশ্বাস জানান, ধারদেনার মাধ্যমে নিজেদের প্রায় দেড় বিঘা জলাকারের পুকুরে বানিজ্যিকভাবে মাছচাষ করেছিলাম। রেনু পোনা,খাদ্য ক্রয়সহ এ পর্যন্ত প্রায় ৫০ হাজার টাকা খরচ করেছি। আশা ছিল আর কিছুদিন পরে মাছ বিক্রির মাধ্যমে লক্ষাধিক টাকা আসবে। কিন্ত সোমবার ভোরে কে বা কারা গ্যাস বড়ি দিয়ে পুকুরের সমস্ত মাছ মেরে দিয়েছে। পুকুরে নেমে গ্যাস বড়ির বোতলও পাওয়া গেছে। কে এমন ক্ষতি করেছে তা আমি দেখিনি। ফলে কারও বিরুদ্ধে আমার অভিযোগও নেই । এখন কি করে ধারদেনা পরিশোধ করবো বলতে বলতে কান্নায় ভেঙে পড়েন তিনি।

প্রতিবেশি ইকবাল হোসেন জানান, রফি উদ্দীন তাদের গ্রামের মধ্যে একজন পরিশ্রমী ও সৎ মানুষ। এমন সহজ সরল মানুষটির কেউ ক্ষতি করতে পারে এটা ভাবাও যায় না। পুকুরের মাছ দেখে এটা এক ধরনের নৃশংসতা মনে হয়েছে।

Related Articles

Close