বাংলাদেশসর্বশেষ নিউজ

টাঙ্গাইলে নতুন আক্রান্ত ৪২ জনসহ, জেলায় আক্রান্ত সংখ্যা ১৮শ’ ছাড়ালো

মুক্তার হাসান,টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলে থামছেই না করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা। দিন দিন পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করছে। জেলায় নতুন করে আরো ৪২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১৮৩৫ জনে। নতুন আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ১৯ জন, কালিহাতীতে ৫ জন, মির্জাপুরে ২ জন, মধুপুরে ৪ জন, নাগরপুরে ২ জন এবং ভূঞাপুরে ১০ জন রয়েছেন।
শনিবার সকালে টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মো. ওয়াহীদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। টাঙ্গাইল সিভিল সার্জন অফিস সূত্রে জানায়, ঢাকায় পাঠানো শুক্রবারের নমুনার ফলাফল শনিবার সকালে আসে। এতে নতুন করে ৪২ জন করোনায় আক্রান্ত হন। করোনায় জেলায় এ পর্যন্ত ৩০ জনের মৃত্যু হয়েছে। এবং সুস্থ হয়েছে ১১২০ জন আর চিকিসাধীন রয়েছেন ৬৮৫ জন। সূত্র আরো জানায়, গত ৮ এপ্রিল জেলায় প্রথম করোনা রোগী শনাক্ত হয়। সদর উপজেলায় করোনায় আক্রান্তের সংখ্যা সব চেয়ে বেশি। আর সবচেয়ে কম করোনা রোগীর সংখ্যা রয়েছে বাসাইল উপজেলায়। জেলায় এপ্রিল মাসে ২৪ জন, মে মাসে ১৪১, জুন মাসে ৪৪৭ জন এবং জুলাই মাসে ১০২৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আর চলতি মাসে ১৯৭ জন করোনায় আক্রান্ত হয়। মাসভিত্তিক করোনায় আক্রান্তের সংখ্যা বাড়ছে। জেলায় মোট ৯৮ জন পুলিশ সদস্য করোনায় আক্রান্ত রয়েছেন। জেলার বিভিন্ন থানা ও পুলিশ লাইনের ৪৩ জন এবং পুলিশ ট্রেনিং সেন্টারের ৩৪ জন ও ওই ট্রেনিং সেন্টারের ২০ জন প্রশিক্ষণার্থী আক্রান্ত হন।
অপরদিকে নৌ পুলিশের প্রধান আক্রান্ত হন। তবে করোনায় জেলার কোনো পুলিশ সদস্যদের মৃত্যু হয়নি। এছাড়া করোনায় টাঙ্গাইলের নবাগত জেলা প্রশাসক, সিভিল সার্জন, সংসদ সদস্য, প্যানেল মেয়র, অতিরিক্ত পুলিশ সুপারও আক্রান্ত হয়েছেন।

Related Articles

Close