জাতীয়বাংলাদেশরাজনীতিসর্বশেষ নিউজ
বাসাইল সখিপুরের ২ হাজার পরিবারকে খাদ্যসামগ্রী দিলেন সাবেক এমপি জয়
নিজস্ব প্রতিবেদক: বিশ্বব্যাপি মহামারী আকার ধারণ করা করোনাভাইরাসের ক্ষতিকর প্রভাবে অনাহারে অর্ধাহারে দিন কাটাচ্ছে দেশের নানা অঞ্চলের মানুষ। নিম্নবিত্ত, নিম্নমধ্যবিত্ত ও শ্রমজীবী এসবা মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন সরকারের পাশাপাশি জনপ্রতিনিধিগণ ও সমাজের সামর্থবান ব্যক্তিগণ। তেমনি একজন বাসাইল- সখিপুরের সাবেক এমপি অনুপম শাহজাহান জয়। দেশের এ দুর্যোগে টাঙ্গাইলের বাসাইল সখিপুরের খেটে খাওয়া মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন তিনি।
জানা গেছে, প্রথম ধাপে তিনি ২ হাজার পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করছেন। প্রত্যেক পরিবারকে ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ২ কেজি আলু, ১ লিটার তেল, ১ কেজি লবণ ও একটি করে সাবান দেওয়া হচ্ছে।
আরো জানা যায়, বাসাইল সখিপুরের পৌর এলাকার পাশাপাশি প্রত্যেকটি ইউনিয়ন ও ওয়ার্ডভিত্তিক খাদ্যসামগ্রী গাড়িতে গাড়িতে পৌঁছে দেওয়া হচ্ছে এবং পরবর্তীতে ধাপে ধাপে আরো খাদ্যসামগ্রী সমস্যাগ্রস্থদের মাঝে বিতরণ করা হবে। দেশের এই ক্রান্তিলগ্নে যার যার ব্যক্তিগত অবস্থান থেকে সবাইকে এগিয়ে আসারও আহবান জানিয়েছেন বাসাইল সখিপুরের সাবেক এ সাংসদ।